হে নেতাজী! লহ প্রণাম (দেশাত্মবোধক কবিতা)
আনুমানিক পঠন সময় : ৪ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৬৭৮৬৯ জন পড়েছেন।
আজ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মদিন। দেশ স্বাধীনের অদম্য ইচ্ছাকে বুকে নিয়ে তাঁর যুদ্ধযাত্রার অধ্যায় আজও ভারতীয় ইতিহাস গর্বের সঙ্গে স্মরণ করে। এমন এক দেশ নায়কের জন্মদিনে উদ্বোধন হতে চলেছে নেতাজিকে কেন্দ্র করে এক মিউজিয়াম। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। তিনি নেতাজি নামে সমধিক পরিচিত। ১৮৯৭ সালের ২৩শে জানুয়ারী উড়িয্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী।


সুভাষচন্দ্র পরপর দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত এবং কংগ্রেসের বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা করার জন্য তাঁকে পদত্যাগ করতে হয়। সুভাষচন্দ্র মনে করতেন গান্ধীজির অহিংসার নীতি ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে যথেষ্ট নয়। এই কারণে তিনি সশস্ত্র বিদ্রোহের পক্ষপাতী ছিলেন। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ ও সত্বর স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে এগারো বার কারারুদ্ধ করেছিল। তাঁর বিখ্যাত উক্তি “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।”


সুভাষ চন্দ্র বসুর সবচেয়ে বিখ্যাত উক্তি হল,
Give me blood, I will give you freedom. (ইংরাজীতে, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম।) বাংলায় “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” হিন্দিতে, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा (হিন্দিতে, তুম মুঝে খুন দো, ম্যায় তুমহে আজাদি দুঙ্গা)।পাঞ্জাবীতে, ਮੈਨੂੰ ਖੂਨ ਦੇਵੋ, ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਆਜ਼ਾਦੀ ਦਿੰਦਾ ਹਾਂ (পাঞ্জাবীতে, ম্যায়নুঁ খুন দেহো, ম্যায় তুহানুঁ আজাদী দিন্দা হাঁ ) মারাঠীতে, मला रक्त द्या मी तुला स्वातंत्र्य देईन (মারাঠীতে, মলা রক্ত ধ্যা, মী তুলা স্বাতন্ত্র্য দেঈন) গুজরাটীতে, મને લોહી આપો હું તમને મુક્તિ આપીશ (গুজরাটীতে, মনে লোহী আপো হুঁ, তমনে মুক্তি আপীশ) উড়িয়াতে, ତୁମର ମୋକେ ରକ୍ତ ଦିଅନ୍ତୁ, ମୁଁ ତୁମକ ସ୍ବାଧୀନତା ଦିବ (উড়িয়াতে, তুমর মোকে রক্ত দিয়ন্তু, মুঁ তুমক স্বাধীনতা দিব) অসমীয়াতে, আপুনি মোকে খুন দিয়ক, মই আপোন সকলোক স্বাধীনতা দিব।


হে নেতাজী!  লহ প্রণাম   (দেশাত্মবোধক কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সুভাষ চন্দ্র বসু নাম
হে নেতাজী লহ প্রণাম
              তুমি লড়েছো দেশের তরে,


জানকীনাথ বসু পিতা
প্রভাবতী তব মাতা
              জন্ম নিলে কটক শহরে।


পরাধীন দেশমাতা
স্বদেশের স্বাধীনতা
             করেছো সংগ্রাম দেশহিতে,


রক্ত দাও স্বাধীনতা
দৃপ্ত তব এই কথা
            চেতনা জাগায় প্রতি চিত্তে।


আজাদ সেনা-বাহিনী
করিলে গঠন তুমি
              শৌর্যে বীর্যে তুমি পরাক্রম,


স্বপ্ন ছিল স্বাধীনতা
তুমি বীর দেশনেতা
                 দেখাইলে বীরের বিক্রম।


শিখাইলে সবাকারে
স্বদেশ হিতের তরে
                 দেশ প্রেম আর স্বাধীনতা,


সংগ্রাম আমরণ
লক্ষ্য মাতৃমুক্তি পণ
                   বীর তুমি প্রিয় রাষ্ট্রনেতা।


১২৬ তম জন্মদিনে
সকলেই মনে প্রাণে
                  স্মরি আজি নেতাজী তোমায়,


তোমার আসন শূণ্য
তুমি সবার বরেণ্য
                   দেশবাসী প্রণাম জানায়।



আমার পূর্ব প্রকাশিত কবিতা
নেতাজী ও স্বাধীন ভারত (কবিতা- ১)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

হে নেতাজী সুভাষ বসু, কোথায় তুমি আজ ?
আছে কেবা, করতে এ স্বাধীন দেশের কাজ।
ভারতবর্ষ হয়েছে স্বাধীন, স্বাধীন ভারতবাসী,
স্বাধীন সবাই, ধনী দরিদ্র এবং গাঁয়ের চাষী।


ক্ষুধিত মানুষ অন্ন পায় না এই স্বাধীন দেশে,
আবার তুমি এসো নেতাজী অগ্নিশিশুর বেশে।
দেশের মাটিতে বিদেশীরা এসে চালায় সন্ত্রাস,
স্বাধীন ভারতে হচ্ছে আজও দেশের সর্বনাশ।


ফিরে এসো এসো ফিরে, নেতাজি সুভাষ তুমি,
সোনার ভারত গড়বে তুমি এ স্বাধীন জন্মভূমি।
ভারতবর্ষ হয়েছে স্বাধীন। এসো ফিরে পুনর্বার,
স্বাধীনতার স্বপ্ন তব বুঝি সফল হলো এইবার।


স্বাধীনতা সংগ্রামী বীর, যিনি করেছেন সংগ্রাম,
জন্ম-দিবসে মোরা সকলেই জানাই সহস্র প্রণাম।


আমার পূর্ব প্রকাশিত কবিতা
নেতাজী স্মরণে কবিতা (কবিতা-২)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


ভারত মায়ের দামাল ছেলে নেতাজী সুভাষ তুমি,
দুই চোখে তব স্বপ্ন ছিল গড়িতে স্বদেশ জন্মভূমি।
“রক্ত দাও স্বাধীনতা দেব” বলেছিলে তুমি মুখে,
আজাদ বাহিনী করেছিলে গঠন সাহস নিয়ে বুকে।


ভারত মাতা ছিল পরাধীন ধরিয়া দুই শত বর্ষ,
ইচ্ছা ছিল করিতে স্বাধীন তব স্বদেশ ভারতবর্ষ।
স্বদেশ তব হইল স্বাধীন, দেখিলে না বীর তুমি,
ত্রিবর্ণ পতাকা উড়িছে আজি স্বাধীন ভারতভূমি।


তোমার আসন শূন্য আজিকে, পূর্ণ কবিবে কেবা?
ফিরে এসো, এসো ফিরে, করিবারে দেশের সেবা।
কত শত প্রাণ দিল বলিদান, মুক্তির সোপান তলে,
তোমার তরে দেশবাসী আজি ভাসিছে অশ্রু-জলে।


স্বদেশের লাগি স্বাধীনতা তরে করিলে তুমি সংগ্রাম,
হে বীরসাধক! কর্মী মহান, তোমারে জানাই প্রণাম।


নেতাজীর ১২৬ তম শুভ জন্মদিনে আমার নিবেদন
নেতাজী স্মরণে কবিতা  কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কবিতা আবৃত্তির ইউ টিউব লিঙ্ক


https://www.youtube.com/watch?v=FJ1XrWIn4LM
কণ্ঠে বিন্দু


https://www.youtube.com/watch?v=WR1hrGqvtOE
কণ্ঠে বিন্দু


https://www.youtube.com/watch?v=dpEw0CKpGhk
কণ্ঠে জয়শ্রী মাজি


https://m.facebook.com/Internationalnewstar.official/videos/3917869528233201/
নিউজ চ্যানেল: ইন্টার ন্যাশনাল নিউজ স্টার


https://www.youtube.com/watch?app=desktop&v=DmsfhedsXBM
কণ্ঠে অর্চনা মণ্ডল


https://www.youtube.com/watch?v=t5NO11yfmwI&t=21s
কণ্ঠে অপর্না


https://www.youtube.com/watch?v=3RQflsie0Z0
কণ্ঠে কিরণ


https://www.youtube.com/watch?v=8dna0xCboNg
কণ্ঠে স্বাতী দে


কবিতার নাম  অগ্নিশিশু সুভাষ
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
https://www.youtube.com/watch?v=-7Y_CMIoO6w
কণ্ঠে সীমা দাস
রচনাকাল : ২৩/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 1  Europe : 6  Germany : 1  India : 128  Ireland : 2  Romania : 3  Russian Federat : 2  Saudi Arabia : 1  Ukraine : 1  
United States : 137  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 1  Europe : 6  Germany : 1  
India : 128  Ireland : 2  Romania : 3  Russian Federat : 2  
Saudi Arabia : 1  Ukraine : 1  United States : 137  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হে নেতাজী! লহ প্রণাম (দেশাত্মবোধক কবিতা) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫৩৯৭৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী