কবিতার আসর ও কাব্যগীতি (কবির ২০০০ তম প্রয়াস)
আনুমানিক পঠন সময় : ৭ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭১ টি দেশ ব্যাপী ২৩৬৬৪৪ জন পড়েছেন।
কবিতার আসর ও কাব্যগীতি (কবির ২০০০ তম প্রয়াস)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পায়ে পায়ে পথচলা সুদীর্ঘ ৭ বছর ১১ মাস। এই সুদীর্ঘ পথ অতিক্রম করে আজ এসে থমকে দাঁড়িয়েছি কবিতা আসরের ছায়ায়। এ যেন এক কবিদের নীরব পান্থশালা। কেহ আসে আবার কেহ চলে যায়। বাংলা কবিতার আসরের ভাগ্যাকাশ আজ বড়ই বিষণ্ণ। আমরা হারিয়েছি আমাদের শ্রদ্ধেয় গায়ক কবি শহীদ খাঁন মহাশয়কেকে। আজ তাঁর কথা বারে বারে মনে পড়ে। কবি যেখানেই থাকুন আমরা জানি তিনি আমাদের পাশেই আছেন। আর থাকবেন। কবির প্রেরণায় কবির স্মরণে আমার দুই সহস্রতম কবিতা- কবিতার আসর ও কাব্যগীতি তাঁর অমর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্সর্গ করলাম। জয়গুরু!
                                                                                                                                                                
                                                             বিনয়াবনত কবি লক্ষ্মণ ভাণ্ডারী।


সুরের আকাশে               কবিতারা হাসে
              কবিতা প্রভাতী সুর,
সে সুর মিলায়                  আকাশের গায়
               দূর হতে বহু দূর।


প্রভাত রবির                  কিরণে কবির
              কলমে যে সুর বাজে,
বাজে সুর সেই               আজি নিরালায়
              কবির হৃদয় মাঝে।


কবিতা আসরে               বহুদিন ধরে
             লিখেছি কবিতা কত,
সকাল ও সাঁঝে              দিবসের মাঝে
             লিখে রাখি অবিরত।


আমার পাতায়                 কেহ আসে যায়
              কেহবা মন্তব্য করে,
জানি না কখন                 কবে প্রয়োজন
               তবু লিখি সমাদরে।


কবিতার গাছে                ফুল ফুটে আছে
              কবিতা ফুলের মালা,
কবিতা রচিয়া                   মালাটি গাঁথিয়া
               সাজাই বরণ ডালা।


আমার কবিতা                    ধরার সবিতা
               প্রকৃতির কথা বলে,
আমার কবিতা                    ক্ষুধিতের ব্যথা্
               লিখে রাখে প্রতিপলে।


কবিতা আমার                  আশা নিরাশার
              ঝরে পড়া অভিমান,
আমার লেখনী                  বিদ্রোহের বহ্নি
              গাহে বিদ্রোহের গান।


আমি নই কবি                   বুভুক্ষার ছবি
              কভু আঁকি কবিতায়,
আমার লেখায়                 বিয়োগ ব্যাথায়
              পথহারা পথ পায়।


সোনারবি হাসে               দূরের আকাশে
              ছড়ায় সোনা কিরণ,
তরুর শাখায়                  বিহগেরা গায়
              হেরি মুধর মিলন।


অজয়ের বাঁকে             আসে ঝাঁকে ঝাঁকে
              বন শালিকের দল,
আঁকা বাঁকা পথে            আসে জল নিতে
             গাঁয়ের বধূরা সকল।


নদীঘাট কাছে               কবিতার গাছে
             ধরেছে ফুল ও ফল,
দ্বি সহস্রতম                 কবিতাটি মম
             কবিতার শতদল ।


অজয়ের জলে               শীতের সকালে
            ফুটে উঠে নব ছবি,
স্মৃতি মনে রয়               তাই মনে হয়
            আমি অজয়ের কবি।


 
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত ১২টি মন্তব্য এসেছে।

শ্রাবনী সিংহ২০/০১/২০২২, ১৯:১০ মি:
২০০০ তম কবিতায় উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা কবি।
অনন্য কাব্য উপহার।শুভেচ্ছা রইল ভালোলাগার সাথে।

উত্তর দিন
লক্ষ্মণ ভাণ্ডারী২০/০১/২০২২, ২০:৩৫ মি:
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রীত হলাম। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। জয়গুরু!

উত্তর দিন    মুছে ফেলুন
মোঃ সিরাজুল হক ভূঞা২০/০১/২০২২, ১৩:৪৫ মি:
অসাধারণ অন্তমিল, চমৎকার কাব্যিক মনোমুগ্ধকর উপস্থাপন প্রিয় কবি। সুন্দর সাবলীলভাবে প্রকৃতির তথ্য কথা যে প্রয়াস তা অসাধারণ! অসাধারণ! শুভকামনা শ্রদ্ধেয় প্রিয় কবি। শুভকামনা নিরন্তর ।

উত্তর দিন
লক্ষ্মণ ভাণ্ডারী২০/০১/২০২২, ১৪:৩৯ মি:
পাতায় সুস্বাগতম প্রিয় কবিবর। সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়। মুগ্ধ হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

উত্তর দিন    মুছে ফেলুন
অবিরুদ্ধ মাহমুদ২০/০১/২০২২, ১৩:৩২ মি:
শ্রদ্ধেয় কবিকে হাজার ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন 2000 কবিতার মাইলফলক অতিক্রম করার জন্য।। অনন্য ছন্দ তালে প্রকৃতির রূপ বর্ণনা অনবদ্য কবিতা।। অনন্ত হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি ভাল থাকবেন সুস্থ থাকবেন সব সময়।।

উত্তর দিন
লক্ষ্মণ ভাণ্ডারী২০/০১/২০২২, ১৩:৪৬ মি:
সুন্দর হৃদয়গ্রাহী সু-মন্তব্যে মুগ্ধ হলাম, বুদ্ধ হলাম, কৃতার্থ হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

উত্তর দিন    মুছে ফেলুন
মোহা আসাদুজ্জামান আসাদ২০/০১/২০২২, ১৩:২৯ মি:
অসাধারণ শব্দ শৈলী। কবিকে ধন্যবাদ।

উত্তর দিন
লক্ষ্মণ ভাণ্ডারী২০/০১/২০২২, ১৩:৪৪ মি:
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক ধন্যবাদ জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

উত্তর দিন    মুছে ফেলুন
মোঃ আব্দুল লতিফ রিপন২০/০১/২০২২, ১৩:০২ মি:
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন
২০০০ কবিতা! অসাধ্য সাধন! প্রিয় কবি, চলুক কলম, সুন্দর ও ন্যায়ের পথে।
শুভকামনা অনিঃশেষ।

উত্তর দিন
লক্ষ্মণ ভাণ্ডারী২০/০১/২০২২, ১৩:৪৩ মি:
সহৃদয় মন্তব্য মুগ্ধ হলাম। আপনার সুমন্তব্যে এগিয়ে চলার প্রেরণা পেলাম।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

উত্তর দিন    মুছে ফেলুন
কাশিস২০/০১/২০২২, ১২:২৩ মি:
খুব খুব সুন্দর।
ভালো থাকবেন

উত্তর দিন
লক্ষ্মণ ভাণ্ডারী২০/০১/২০২২, ১৩:৪০ মি:
পাতায় সুস্বাগতম। সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকুন পাশে রাখুন।
জয়গুরু!
রচনাকাল : ২০/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  Germany : 3  India : 28  Russian Federat : 1  United States : 42  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  Germany : 3  India : 28  Russian Federat : 1  
United States : 42  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কবিতার আসর ও কাব্যগীতি (কবির ২০০০ তম প্রয়াস) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৬৩১৮৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী