কবিতাঃ শিশিরের আগমন
কলমেঃ সুজন রায়
হেমন্ত গেলো শীত এলো, ঝড়ানো শিশির নিয়ে ,,,
ঢাকতে শরীর পড়েছে ভীড়, কাপড় মেলায় গিয়ে ...
হাজারো রং সেজেছে ঢং, প্রকৃতির বুক জুরে ,,,
রঙের পাহার পোষাক বাহার, দেখা যায় ঘুরে ঘুরে ...
নরম চাদরে গরম কাপড়ে,
পড়েছে নতুন সাড়া ,,,
ঋতুর টানে প্রকৃতি জানে, খেলনার নতুন ধারা ...
সময় যায় ঋতু বদলায়, প্রকৃতির নিয়ম ধারায় ,,,
থাকে না সব কত কলবর, সময়ের সাথে হারায় ...
নরম ঘাসে শিশির ভাসে, দেখতে লাগে ভালো ,,,
ওই সূর্য ছাড়া উষ্ণতা হারা, থাকুক যতই আলো ...
যায় না দেখা যদিও ফাঁকা, তবুও এমন দিন ,,,
চারিদিক হায় ঢাকা কূয়াশায়, সবকিছু যেন বিলীন ...
দ্বন্দ্বের মন ঋতুর কারন, থেকে থেকে লাগে রণ ,,,
কেন আসে শিশিরে ভেসে, এমন দ্বন্দ্বের আগমন ...
রচনাকাল : ৩১/১২/২০২১
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।