কবিতাঃ বর্ষবরণ
কলমেঃ সুজন কুমার রায়
নতুন দিনের আগমন আজ, হাত বাড়িয়ে ডাকে ,,,
পুরনো সব স্মৃতিগুলো, পিছু দাড়িয়ে থাকে ...
নতুন কিছু সময় আজ, হাতছানি দেয় এসে ,,,
ফেলে আসা দিনগুলো, চোখের জলে ভাসে ...
হয়তো ভোরে আনবে সূর্য, নতুন একটা প্রভাত ,,,
নতুন আলোয় জ্বলবে কিরণ, কেটে যাবে রাত ...
নতুন সনের নতুন দিন, নতুন কিছু নিয়ে ,,,
নতুন সাজে জীবন ভাজে, চলে যাক বয়ে বয়ে ...
থাকবে না আর অনেককিছু, শুধুই স্মৃতির ঋণ ,,,
একটু আধটু থাকবে জমে, বাকি সব বিলীন ...
আধার কেটে আসবে ছুটে, নতুন দিনের আলো ,,,
সেই আলোতে এই প্রার্থনা, হবেই সবার ভালো ...
ফিরিওনা পিছু হয়ে নিচু, সামনে এগিয়ে চলো ,,,
নতুন দিনটি সামনে রেখে, নতুনের সুরে বলো ...
জানবে না কেউ নতুন করে, তবুও নতুন স্পর্শ ,,,
সবাইকে তাই জানিয়ে যাই, শুভ নববর্ষ ...
:~: "Happy new year" :~:
:=: ---2022--- :=:
রচনাকাল : ৩১/১২/২০২১
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।