বর্তমান বর্ষ ২০২১ -এ বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করেছে করোনা ভাইরাস। মানুষকে মাসের পর মাস ঘরবন্দি থাকতে বাধ্য করেছে এই মহামারি। মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু বরণ করেছেন কত মানুষ। এখন দেশে দেশে চলছে করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন। প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে। তবে বছর বিদায়ের আগেই অবশ্য আশার আলো দেখিয়েছে চিকিৎসা-বিজ্ঞান। স্বল্পতম সময়েই আবিষ্কার হয়েছে করোনার ভ্যাকসিন। নতুন বছরের শুরুতেই নতুন ভ্যাকসিন পাবে বলে আশা করা হচ্ছে।
করোনার ফলে অর্থনীতির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়েছে। মানুষের চলাচল ব্যাহত হয়েছে। অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। কাজের সুযোগ ও পরিধি সংকুচিত হয়েছে। অনেক মানুষকে বেকারত্বের যন্ত্রনা সহ্য করতে হচ্ছে, হবে। শিক্ষার্থীদের অবস্থা সবচেয়ে করুণ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়তো ঝরে পড়বে অনেকে। সমাজে দেখা দেবে সুদূরপ্রসারী প্রতিক্রিয়া। সব মিলিয়ে করোনার কারণে ২০২০ সালকে বিদায় জানাতে হয়তো মন ভারাক্রান্ত হবে। তবে করোনা যে আমাদের পরিবারের সঙ্গে থাকতে শিখিয়েছে, জীবনের নতুন পথ দেখিয়েছে, নতুন বছর ২০২২ সালকে স্বাগত জানাতে হবে সেই চেতনা আর ভালো কিছুর প্রত্যাশা নিয়েই।
পুরাতন বিদায়...................নতুনের আহ্বান
স্বাগতম ২০২২ বর্ষ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বর্তমান বর্ষ আজি হল সমাপন,
নববর্ষ নবরূপে হোক আগমন।
এইবর্ষ অভিশপ্ত ভাইরাস বিষে,
নববর্ষের আহ্বান পুরাতন শেষে।
বর্ষ শেষে শুনি আজি শুধুই ক্রন্দন,
হারালাম আপনার আত্মীয় স্বজন।
করোনা তৃতীয় স্তর নাম ওমিক্রণ,
নতুন ভাইরাস বিষ হবে সংক্রমন।
এইবর্ষ যাবে চলে কিছু ঘন্টা পরে,
নববর্ষ নবরূপে আসুক সত্বরে।
প্রভাতে রবির কর ছড়াবে চৌদিকে,
উঠিবে নতুন রবি লাল রং মেখে।
পুরাতন বর্ষ শেষে নববর্ষ আসে,
বিদায়ের পরে বর্ষ আঁখিজলে ভাসে।
বর্তমান বর্ষ আজি হবে পুরাতন,
বর্ষশেষে শেষকাব্য লিখিল লক্ষ্মণ।
রচনাকাল : ৩১/১২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।