বাসবো না ভালো বাসবো না ভালো করে এমনি হঠাৎ কেউকে ভেসেই ফেলি, তারপরে সেই একফোঁটা জল কখন জমেলো চোখের কোণায়! খেয়াল করিনি এভাবে আমরা ঠকেছি অনেক কারও মায়ায় ভেঙে দিয়ে চলে যায় আমি আমারও অধিক থেকেই যাই ক্ষত বিক্ষত একটি মনের কথা! কেউ এসে মোর ভেঙে দিয়ে গলো তবু ইতিহাস হয়ে গেছে এই হৃদয়ের কাছে তারপর আর তার খোঁজই থাকে না এপিঠে ওপিঠে অচেনার কেউরচনাকাল : ২৮/১২/২০২১