শুনি হেমন্তের গান ...........অজয়ের কলতান
অজয় নদীর কবিতাগুচ্ছ-১৪২৮ (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
এ গাঁয়ের উত্তরেতে সোজা ধরি রাঙাপথে
বাম পাশে চাঁপা তলা মাঠ,
আঁকা বাঁকা পথ ধরে গরুর গাড়ি মন্থরে
সোজা চলে অজয়ের ঘাট।
মাঠে মাঠে চাষী সবে ধান কাটে কলরবে
গাহে সুরে হেমন্তের গান,
কল কল ছল ছল বয়ে চলে অবিরল
শুনি অজয়ের কলতান।
নবান্ন্ অঘ্রান মাসে পাকা ধান ঘরে আসে,
নদীঘাটে লোকজন মেলা,
কুলু কুলু নদী বয় যাত্রী নদী পার হয়
সারাদিন কেটে যায় বেলা।
নদীর ঘাটে দুপুরে শুনি বাঁশি বাজে দূরে
গাঁয়ের বধূরা স্নান করে,
অজযের নদীবাঁকে শালিকেরা ঝাঁকে ঝাঁকে
আসে উড়ে অজয়ের চরে।
পশ্চিমেতে রবি ঢলে পাখিদের কোলাহলে
নদীঘাটে নামে অন্ধকার,
নির্জন নদীর ঘাটে কাঞ্চন তলার মাঠে
জোনাকিরা জ্বলে চারিধার।
রচনাকাল : ১৩/১২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।