আমার দেশের মাটি হবে ধর্ম নিরপেক্ষ
সকল জাতি থাকবে সংঘবদ্ধ নির্বিশেষে,,
স্বাধীনতায় উঠেছে সোনালী সূর্য উদয়
যার যার ধর্মে নিয়ে থাকি প্রার্থনার বেশে।
আমার দেশের মাটি হবে বিবাদ হীন স্বদেশ
ঝগড়া দ্বেষ শব্দটি ঠুলাঠুলি থাকবে না,
লোভী হিংসার বিদ্বেষী কেউ আর থাকবেনা
ভাই ভাই ঠাঁই ঠাঁই সাধু ছাড়া চলবেনা।
আমার দেশের লোক হবে কর্মেই উজাড়
কর্ম উপযোগি লোক সবাই কর্মেই ব্যস্ত,
পরকে ধাক্কিয়ে উর্ধ্বে ওঠা রবে না বিরাজ
খবর চ্যানেলে আর শুনবো না হেস্তনেস্ত।
দুর্নীতি নামে শব্দটি আমাদের বেমানান
আমরা কখনো আর দেশে শুনতে চাই না
শহীদের রক্ত দাগ এখনো শুকায় নায়
দেশ প্রেমিক বাঙালী এটা করতে পারে না
বিবাদ হটিয়ে সেই উনিশ একাত্তরের
আমরা পেয়েছি এই রক্ত বিজয় পতাকা
জীবনের মূল্য যদি বুঝি তোমাদের ভুলবো না
শহীদের রক্ত দিয়ে এই স্বাধীনতা আঁকা।
রচনাকাল : ৭/১২/২০২১
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।