মাঠে মাঠে পাকে ধান ...........মেতে উঠে চাষীপ্রাণ
নবান্ন উত্সব-১৪২৮ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বছরে অঘ্রান মাসে নতুন নবান্ন আসে
মাঠে মাঠে পাকে সোনাধান,
চাষীসব যায় মাঠে সারাদিন ধান কাটে
আনন্দে চাষীরা গায় গান।
মাটি লেপা আঙিনায় রবি কিরণ ছড়ায়
আছে রাখা ধানের মরাই,
বাড়ির বেড়ার কাছে ছোট নিমগাছ আছে
প্রভাত পাখিরা বসে গায়।
এল নবান্ন উত্সব ঘরে ঘরে কলরব
আনন্দে সবার প্রাণ নাচে,
অজয় নদীর তীর সম্মুখে হরি মন্দির
নদীর ঘাটের অতি কাছে।
হরেকৃষ্ণ সুরে গায় সকলে প্রসাদ খায়
সংক্রান্তি দিনে হরিনাম,
নবান্ন উত্সব হয় মৃদু সমীরণ বয়
হরিনামে মাতে সারাগ্রাম।
নতুন চালের পিঠে খেতে লাগে অতি মিঠে
সুস্বাদু উত্তম পরমান্ন,
আনন্দে সকলে মাতে সকলেই একসাথে
প্রতি ঘরে আজিকে নবান্ন।
রচনাকাল : ৩০/১১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।