শেষ থেকে শুরু
মেঘনাদ দত্ত
ঝড় থেমেছে।
বুলেটের গতির মত থেমেছে বাতাসের বেগ।
সকালবেলা।
বাঁশবনের নিচে দুটি পক্ষী শাবক মরে পড়ে আছে,
থ্যাঁতা ইঁদুরের মত চেয়ে।
পড়ে আছে করিম চাচার মেয়ে ,রুহিনা; ধর্ষিতা হয়ে।
গ্রামের শেষে একটি ফুটবল মাঠ।
মাঠের শেষে এক পাকুড় গাছ।
তার অন্ধ শক্তি দিয়ে সে নিজেকে ছড়িয়েছে,
অ্যাটলাসের মতো।
কে যেন ঝুলিয়ে দিয়ে গেছে এক লাশ
মাঠের শেষে পাকুড়ের অপোক্ত ডালে।
এক মুখ ভরা দাড়ি-গোঁফ, জট পড়া চুলে এক পাগল।
লড়ির চ্যাপ্টা চাকা তাকে দোলিয়ে গেছে কাকভোরে।
জমাটবাঁধা কালো রক্ত থকথক করছে, ফুটপাতে।
বছর দশেকের চলন্ত টয় ট্রেন,
রিনি এবং তিতানের দাম্পত্য জীবন;
ট্রাফিক লাইনের জ্যামে আজ ডিভোর্স সংকেত।
এইসবের শেষে এক প্রেমিক-প্রেমিকা।
সমুদ্রের নীল ফেনার মতো চেয়ে,
এক পাহাড় নিচু সাঁকোর জলের মতো হাঁটতে হাঁটতে
একে অপরকে ভালোবাসি বলছে।
রচনাকাল : ২০/১১/২০২১
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।