ককার্তিক পূজার পৌরাণিক কথা তথ্য সংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী আজ ১৬ নভেম্বর মঙ্গলবার কার্তিক পুজো। বেলা ১টা ২ মিনিটে (প্রায়) সূর্য রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিকে গমন করবে। কার্তিক পুজো সূর্য
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৫১২৩০ জন পড়েছেন।
কার্তিক পূজার পৌরাণিক কথা
তথ্য সংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আজ ১৬ নভেম্বর মঙ্গলবার কার্তিক পুজো। বেলা ১টা ২ মিনিটে (প্রায়) সূর্য রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিকে গমন করবে।

কার্তিক পুজো সূর্যের গতির উপর নির্ভরশীল, সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায় সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন পুজোর রীতি।

দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র দেব সেনাপতি কার্তিক। দেব সেনাপতি কার্তিক পৌরাণিক দেবতা। হিন্দু বিশ্বাস দেব সেনাপতি কার্তিকের আরাধনায় সন্তান (পুত্র) লাভ হয়। কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তা কিন্তু না। কার্তিকের আরাধনা করলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুফলতা প্রাপ্ত হয়, আয় এবং উন্নতি হয়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ, বল লাভ হয়।

তারকাসুরকে বধের জন্য তার জন্ম হয়েছিল। পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্ম মিলন হয়। ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয়। রতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্ভে সন্তান ধারণ করেননি মা পার্বতী।তাছাড়া ঈশ্বর কখনও মনুষ্যের ন্যায় সন্তান জন্ম দেন না। অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া নব্য তেজময় জ্যোতিপিন্ড নিয়ে পালিয়ে যান। ফলে মা পার্বতী যোগ ধ্যান সমাপ্তি হতেই ক্রুদ্ধ হন। অগ্নিদেব ঐ অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তা নিক্ষেপ করে। সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয় ও সরবনে গিয়ে এক রূপ বান শিশুর জন্ম দেয়। জন্মের পর কুমার কে কৃতিকা গণ স্তন্য পান করালে তিনি কার্তিক নামে অভিহিত হন । পরে দেবী পার্বতী শিশু স্কন্দ কে কৈলাসে নিয়ে আসেন।

অনেকের ধারণা কার্তিক চিরকুমার। কিন্তু না, তিনি দুই স্ত্রী নিয়ে সুখে দিন কাটান। কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা ও বালি(বল্লী)। সুরাপদ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন্যাে দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন। পরে নম্বিরাজের কন্যা বালি-র সঙ্গে কার্তিকের বিবাহ হয়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—
বাংলার: ৩০ কার্তিক, মঙ্গলবার।
ইংরেজি: ১৬ নভেম্বর, মঙ্গলবার।
তিথি: (শুক্লপক্ষ) দ্বাদশী দিবা ৮ টা ২ মিনিট পর্যন্ত, পরে ত্রয়োদশী।
শ্রী শ্রী কার্তিক পুজো।
শ্রী শ্রী মিত্র (ইতু) পূজারম্ভ।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
বাংলায় ২৯ কার্তিক, মঙ্গলবার।
ইংরেজি ১৬ নভেম্বর, মঙ্গলবার।
তিথি: (শুক্লপক্ষ) দ্বাদশী তিথি, ঘ ৯ টা ১২ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত, পরে ত্রয়োদশী।
শ্রী শ্রী কার্তিক পুজো।
মাসব্যাপী আকাশ দীপদান সমাপন।
রচনাকাল : ১৬/১১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Bulgaria : 1  Canada : 6  China : 76  France : 1  Germany : 3  India : 138  Ireland : 1  Russian Federat : 7  Ukraine : 2  
United Kingdom : 1  United States : 173  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Bulgaria : 1  Canada : 6  China : 76  
France : 1  Germany : 3  India : 138  Ireland : 1  
Russian Federat : 7  Ukraine : 2  United Kingdom : 1  United States : 173  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ককার্তিক পূজার পৌরাণিক কথা তথ্য সংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী আজ ১৬ নভেম্বর মঙ্গলবার কার্তিক পুজো। বেলা ১টা ২ মিনিটে (প্রায়) সূর্য রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিকে গমন করবে। কার্তিক পুজো সূর্য by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪৪৬২৭৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী