কার্তিকে ধানের খেতে.....হিমের পরশ লাগে
মাঠে মাঠে সোনা ধান (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
প্রভাত পাখিরা ডাকে হিমেল পরশ লাগে
কাস্তে হাতে চাষী চলে মাঠে,
কার্তিকেতে ধান পাকে মাঠে মাঠে ঘুঘু ডাকে সারাদিন চাষী ধান কাটে।
পূর্বদিকে রবি উঠে কাননে কুসুম ফুটে
আঙিনায় সোনারোদ ঝরে,
গ্রাম সীমানার থেকে রাঙাপথ গেছে বেঁকে
ঘাসের আগায় হিম পড়ে।
রাঙাপথে সারি সারি চলেছে গরুর গাড়ি
ধান নিয়ে বাড়ি আসে চাষী,
সবুজ ঘাসের পরে নিশির শিশির ঝরে
রাখাল বাজায় সুরে বাঁশি।
অজয়ের নদী বাঁকে শালিকেরা বসে থাকে
সোনারোদ ঝরে নদীজলে,
অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
ঘাট ভরে জন কোলাহলে।
দিন শেষে সন্ধ্যা নামে আমাদের এই গ্রামে
দীপ জ্বলে তুলসী তলায়,
শঙ্খ ঘন্টা ঢাক বাজে দেবীর মন্দির মাঝে
দূরে কারা মাদল বাজায়।
রচনাকাল : ১৪/১১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।