স্বপ্ন ভঙ্গ~
রূপক ঘোষ
টেনে নিয়ে খাতা, খুলেছি কলম,
লিখতে চাই যে কবিতা।
লিখিনি তো আগে কোনদিন আমি,
করছি না আমি ভণিতা॥
চোখ বুজে ভাবি কি লিখি আমি,
ভাবিয়া পাই না কিছু।
প্রেমের কবিতা লেখা কি সহজ?
সূত্র পাই যদি কিছু?
অনেক করেছি চেষ্টা আমি,
খাতা টেনে কিছু লেখার।
মনের ভাষা যাহা কিছু লিখি,
ছন্দ মেলে না তাহার॥
ছন্দের যে এত মারপ্যাঁচ,
আগে তো বুঝিনি কিছু।
কবিতা যখন পড়তে বসেছি,
সোজা লাগে সব কিছু।।
কবিতার থেকে গল্প লেখা,
বুঝেছি অনেক সহজ।
ছন্দের পিছে ঘুরতে হবে না,
খাটাতে হবে না মগজ॥
তাড়াতাড়ি তাই নতুন করে,
লিখতে বসেছি গল্প।
হব না কবি, হবই লেখক,
লিখছি অল্প অল্প॥
দু-চার পৃষ্ঠা লেখার পরই,
থেমে গেছে মোর চিন্তা ।
জট পাকিয়ে যাচ্ছে গল্প
বেড়ে গেছে দুশ্চিন্তা॥
চাই না হতে লেখক আমি,
চাই না হতে কবি।
যেমন আছি তেমন থাকি,
ভুলতে চাই যে সবই॥
---*---
রচনাকাল : ১৯/১০/২০২১
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।