~ মায়াবিনী~ রূপক ঘোষ অজানা পথ ধরে, চলেছি আনমনে, হারিয়ে যেতে যে আমি চাই। খুঁজেছি কত করে, পাইনি তবুও খুঁজে, বল না কি করে, চিনতে তোমাকে পাই? বনের ওই আঁকাবাঁকা পথটা ছাওয়াতে ঢাকা, পশিছে হৃদয়ে ধ্বনি মরমর। শুনেছি কোথা যেন, ডাকিছে কাকলি, ঝরিছে ঝরনার ঝরঝর॥ তবুও মেলে না দেখা, লুকিয়ে পড়েছ কোথা? হয়েছি যে আমি যাযাবর। পাব না তবুও জেনে, তোমারি পরশ মেখে, শ্রান্ত হব যে বরাবর॥ ---*---রচনাকাল : ১৯/১০/২০২১