আদ্যাশক্তির আরাধনা ও দেবী বন্দনা
দুর্গাপূজার কবিতা-১৪২৮ (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মহা সপ্তমীর পূজা মহা ধূম-ধাম,
শারদীয়া উত্সবে জেগে উঠে গ্রাম।
আনন্দের ঢেউ বয় প্রতি ঘরে ঘরে,
পরনে নতুন বেশ প্যাণ্ট শার্ট পরে।
ঢাকঢোল কাঁসি বাজে মন্দির প্রাঙ্গনে,
পুরোহিত করে পূজা ভক্তি যুক্ত মনে।
ফুলমালা ধূপদীপ শঙ্খ ঘন্টা আর,
সুমিষ্টান্ন ফলমূল বিবিধ প্রকার।
পুরোহিত পূজাপাঠ করে বিধিমতে,
পূজা অন্তে পুষ্পাঞ্জলি দেয় সকলেতে।
পুষ্পাঞ্জলি শেষে হয় ভোগ বিতরণ,
সকলে গ্রহণ করে হয়ে হৃষ্ট-মন।
সন্ধ্যায় আরতি হয় ধূপ দীপ জ্বলে,
ধুনুচির নাচ হয় মাতে কোলাহলে।
মহা-সপ্তমীর কাব্য হল সমাপন,
লিখিল লক্ষ্মণকবি পড়ে সর্বজন।
রচনাকাল : ১২/১০/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।