~অবসরের পাঁচালী~
রূপক ঘোষ
করতাম আমি ছোট্ট চাকরি,
চাকরির থেকে আজ অবসর।
ষাটটি বসন্ত পেরিয়ে এসেছি,
অফিসের আর, নেই কোন তর॥
অবসর শেষে পেয়েছি যা কিছু,
রেখেছি যত্ন করে।
দিতে যে হবে মেয়ের বিয়ে,
একটি বছর পরে॥
পেনশন দিয়ে চালাব সংসার,
রেখেছি ভেবে মনে মনে।
অবসর পরে মুক্ত জীবন,
কাটাব সবার সনে॥
আবার জাগবে ধুসরিত সখ,
লিখব কবিতা-গল্প।
চাইব দেখতে মাতৃভূমি,
হোক না যতই স্বল্প॥
তরতর করে কেটে যায় দিন,
সুখের অন্ত নাই।
যা কিছু চাহি, চোখের নিমিষে,
হাতের কাছেতে পাই॥
ভাবলাম আমি মনের সুখেতে,
লিখব আত্মকাহিনী।
ভাবি হয়, হয় যে আর এক,
বলতে চাই সে কাহিনী॥
আছি বসে, ছেলে এসে বলে,
দিতে হবে কিছু টাকা।
কিনতে হবে নতুন বাইক,
পকেট আমার ফাঁকা॥
বলি আমি তারে, কোথা পাব টাকা?
চাকরি আর তো নাই!
ছেলে বলে, বুঝি না অতশত,
টাকাটা আমার চাই॥
বাধ্য হয়ে, দিনু তারে টাকা,
জমানো টাকার থেকে,
মেয়ে এসে বলে আমার টাকা,
দাও কেন একে ওকে?
সব দেখে শুনে আসল গিন্নি,
ধরল গলাটা জড়িয়ে,
গহনার সখ অনেক দিনের,
দাওনা আমায় গড়িয়ে॥
হতবাক আমি, হারিয়েছি ভাষা,
বুঝতে চায় না কেউ কিছু,
বড় একা আমি, বড় অসহায়,
মোর সখ হটে পিছু॥
---*---
রচনাকাল : ১২/১০/২০২১
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।