~বরষায়~
রূপক ঘোষ
ঝিরঝির ঝিরঝির, অবিরাম বৃষ্টি,
প্রকৃতির কত রূপ, কত কিছু সৃষ্টি।
উদাস হয়েছে মন, হারিয়েছে দৃষ্টি,
রিমঝিম বরিষে, লাগে কত মিষ্টি॥
মেঘে মেঘে গরজনি, গুরু গুরু ওঠে রব,
কালো মেঘে ঢেকে গেছে, আঁধার হয়েছে সব।
বারি বহে কুলকুল, নদী ওই বহমান,
শুভ্র বলাকার সারি, গগনেতে ধাবমান॥
বরষার সিঞ্চনে, থই থই খাল-বিল,
পাখা মেলে উড়ে চলে, একঝাঁক গাঙ-চিল।
বসে আছে একমনে, মাছরাঙা তীরেতে,
ঝুপ করে মাছ নিয়ে, উড়ে যায় চকিতে॥
চঞ্চল মন আজ, হয়ে গেছে আনমন,
বরষার আবেশেতে, মুদে আসে দু-নয়ন।
ফিরে যেতে চায় মন, ফেরারী অতীতে,
ছোট ছোট কত গাথা ভেসে আসে স্মৃতিতে॥
---*---
রচনাকাল : ১২/১০/২০২১
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।