পিতৃপক্ষের অবসান....... দেবীপক্ষের আগমন
দেবীর আগমনী মহালয়ার কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মহালয়া মানে সকলেই জানে
শিশিরে সিক্ত রাঙা প্রভাত,
মহালয়া মানে সকলেই জানে
সোনা ধানের সবুজ মাঠ।
মহালয়া মানে সকলেই জানে
তরুর শাখে পাখির গান,
মহালয়া মানে সকলেই জানে
গানের সুরে জুড়ায় প্রাণ।
মহালয়া মানে সকলেই জানে
বীরেন্দ্রকৃষ্ণের স্তোত্রপাঠ,
মহালয়া মানে সকলেই জানে
কাশফুলে ভরা নদীঘাট।
মহালয়া মানে সকলেই জানে
শরতের শীতল হাওয়া,
মহালয়া মানে সকলেই জানে
মধুর সুরে গান গাওয়া।
মহালয়া মানে সকলেই জানে
ঢাকীরা বাজায় জয়ঢাক,
মহালয়া মানে সকলেই জানে
ঊষাকালে বেজে ওঠা শাঁখ।
রচনাকাল : ৫/১০/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।