পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে
পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরৎ এসেছে ওরে সোনালি কিরণ ঝরে
নীল আকাশের আঙিনায়,
শরতের সোনা রবি মনে হয় জলছবি
তরুশাখে পাখি গান গায়।
ঢাকীরা বাজায় ঢাক বাজে ঘন্টা কাঁসি শাঁখ
শিশুরা দুহাত তুলে নাচে,
ফুটে আছে কাশফুল শোভা দেয় দুই কূল
অজয় নদীর ঘাট কাছে।
শারদ প্রভাত বেলা শিউলি ফুটিল মেলা
ফুটেছে টগর রাশি রাশি,
মাঠে মাঠে কচি ধান শুনি আগমনী গান
রাখালিয়া সুরে বাজে বাঁশি।
মাধবী মালতী লতা সুনীলা অপরাজিতা
বেলি জুঁই ফুটেছে চামেলি,
বিকশিত সরোবরে শতদল থরে থরে
শালুক পদ্ম পাপড়ি মেলি।
সোনা ঝরা রোদ ঝরে সবুজ ঘাসের পরে
আজি শারদ প্রভাতবেলা,
অজয়ের নদীচরে অপরূপ শোভা ধরে
নদীতটে যাত্রীদল মেলা।
রচনাকাল : ৩/১০/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।