পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে
পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শারদীয়া দুর্গাপূজা আসেন মা দশভূজা
মহামায়া দক্ষ-কন্যা সতী,
লক্ষ্মী আর স্বরস্বতী কার্ত্তিকেয় গণপতি
সাথে লয়ে সন্তান-সন্ততি।
বাতাসে পূজার গন্ধ সকলেই করে আনন্দ
পূজার সময় আসে কাছে,
শারদীয়া উত্সবে মাতে সবে কলরবে
আগমনী গান গেয়ে নাচে।
শরতের নীলাকাশে সাদামেঘ ভেসে আসে
শিউলি ফুটিল ফুলশাখে,
মাধবী মল্লিকা বেলি ফুটিল পাপড়ি মেলি
তরুশাখে পাখিসব ডাকে।
আজি শারদ প্রভাতে অজয়ের নদীঘাটে
শরতের সোনারোদ ঝরে,
অজয়ের দুই কূলে ভরে আছে কাশফুলে
শালিকেরা আসে নদীচরে।
দেবীর মন্দির মাঝে ঢাকঢোল কাঁসি বাজে
আরতির হয়েছে সময়।
পূজার সানাই বাজে জয়ধ্বনি মাঝে মাঝে
ঘন্টা বাজে শঙ্খধ্বনি হয়।
রচনাকাল : ৩০/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।