পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে
পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শুভ আশ্বিনের মাসে পুঞ্জে পুঞ্জে মেঘ ভাসে
দূর দেশে দেয় তারা পাড়ি,
অজয় নদীর ঘাট পশ্চিমে ধানের মাঠ
গাঁয়ে আছে ছোট ছোট বাড়ি।
আঙিনায় রোদ হাসে বাড়ির বেড়ার পাশে
আঁকা বাঁকা সরু গলিপথে,
কলসীতে জল ভরে বধূসব আসে ঘরে
জল আনে নদী ঘাট হতে।
অজয়ের দুইকূলে শোভা দেয় কাশফুলে
নদীবাঁকে আছে শালবন,
পূজা এসে গেল কাছে আনন্দে সবাই নাচে
প্রফুল্লিত সবাকার মন।
অজয় নদীর তীর বসে হাট জমে ভিড়
পূজার বাজার সবে করে,
নতুন জামা কাপড় কিনে ধূতিও চাদর
সকলেই ফিরে যায় ঘরে।
মন্দিরেতে বাজে ঢাক বাজে ঘণ্টা কাঁসি শাঁখ
আরতির হয়েছে সময়,
পূর্ণিমার চাঁদ উঠে আকাশেতে তারা ফুটে
চাঁদতারা হেসে কথা কয়।
রচনাকাল : ২৯/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।