পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে
পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
দেবীর মন্দির মাঝে ঢাকের বাজনা বাজে
ঘণ্টা কাঁসি বাজে তালে তালে,
ফুটিল টগর বেলি মল্লিকা আর চামেলি
ফুটে ফুল শিউলির ডালে।
পূবেতে অরুণোদয় অপরূপ মনে হয়
সোনা রোদ ঝরে আঙিনায়,
প্রভাতে রবির কর ছড়ায় ভুবন পর
তরু শাখে পাখি গান গায়।
রাঙাপথে নদীবাঁকে পিয়ালের বন থাকে
শাল তাল খেজুরের বন,
কাঁকন তলার মাঠ পাশে অজয়ের ঘাট
নদীঘাটে আসে যাত্রীগণ।
পূজা এসে গেল কাছে আনন্দে সবাই নাচে
পূজা পূজা গন্ধ ভেসে আসে,
অজয়ের দুই কুলে ভরে আছে কাশ ফুলে
শঙ্খচিল উড়িছে আকাশে।
শারদ সাঁঝের বেলা চাঁদ তারা করে খেলা
ধূপ দীপ জ্বলে প্রতি ঘরে,
পূজার সানাই বাজে কেহ রাজা রাণী সাজে
যাত্রা চলে সারারাত ধরে।
রচনাকাল : ২৪/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।