পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে
পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পূজা এসে গেল কাছে পুলকে হৃদয় নাচে
শঙ্খ ঘণ্টা ঢাকঢোল বাজে,
অজয়ের দুই কূলে ভরে আছে কাশফুলে
শোভা দেয় অপরূপ সাজে।
পূজা পূজা গন্ধ ভাসে শরতের নীলাকাশে
সাদামেঘ করে আনাগোনা,
পূবদিকে রবি উঠে শিউলির কলি ফুটে
আগমনী গান যায় শোনা।
রাঙাপথে সারি সারি তালগাছ ও সুপারি
মাঠেমাঠে কচি সোনাধান,
মেঘে মেঘে রং লাগে হৃদয়ে পুলক জাগে
পুলকিত সবাকার প্রাণ।
পথেঘাটে লোকজন চলে যায় হনহন
শুরু হল পূজার বাজার,
নতুন জামা কাপড় কেনে ধূতি ও চাদর
হাট বসে অজয়ের পার।
শরতের আগমনে কেয়াফুল ফুটে বনে
মন্দিরে কাঁসর ঘণ্টা বাজে,
পূজা এসে গেল কাছে আনন্দে সবাই নাচে
সাজে ধরা অপরূপ সাজে।
রচনাকাল : ২৩/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।