শুভ জন্মদিন (বিবিধ কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
সূর্যশেখর নামেতে কবির তনয়,
আজিকার শুভদিনে পুত্র জন্ম লয়।
সূর্যসম জ্যোতি লয়ে এলে জ্যোতির্ময়,
সবাকার প্রিয় তুমি সর্বজনে কয়।
আচার্য রাখিল নাম জগতের সার,
সূর্যশেখর ভাণ্ডারী নাম রাখে তার।
জননী রাখিল নাম জয় নামে ডাকে,
ভালোবেসে পিতা তার বাবু নাম রাখে।
জননীর আশীর্বাদে সবে বড় হয়,
দেবীজ্ঞানে মাতৃপূজা করহ তনয়।
সর্বশিক্ষা লভি পুত্র হও জ্ঞানবান,
শ্রদ্ধাশীল হয়ে কর সবারে সম্মান।
অষ্টাদশ বর্ষে আজি হল পদার্পণ,
জন্মদিনে কাব্য লিখে ভাণ্ডারী লক্ষ্মণ।
প্রকাশের সময়: ২২/০৯/২০২১, ০৮:৩৭ মি:
বিষয়শ্রেণী: বিবিধ কবিতা
মন্তব্য যোগ করুন
মন্তব্যসমূহ
হাসান মাহামুদ২২/০৯/২০২১, ১১:২৫ মি:
অনেক অনেক শুভকামনা রইলো
সগম হোক আগামীর পথ চলা
অসিত কুমার রায় (রক্তিম)২২/০৯/২০২১, ০৯:২৭ মি:
শুভ জন্মদিন
সফল হও সকল কাজে সূর্যশেখর
এখন থেকে এই পৃথিবী তোমার ।
জেগে থাকো জাগিয়ে রাখো
সেই স্বপ্নের দিন আনো আবার।
রক্তিম শুভেচ্ছা ।
কবীর হুমায়ূন২২/০৯/২০২১, ০৯:২৬ মি:
শুভ জন্মদিন সূর্যশেখর ভাণ্ডারী। পুত্রের জন্মদিনের স্মৃতিকে ধরে ধারা জন্য খুবই সুন্দর একটি চতুর্দশপদী কবিতা। শুভ কামনা সূর্যশেখরের পিতা-মাতাকেও।
রচনাকাল : ২২/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।