আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা চতুর্থ খণ্ড (ষষ্ঠ পরিচ্ছেদ)
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৫৬৮২৭ জন পড়েছেন।
আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা 
চতুর্থ খণ্ড (ষষ্ঠ পরিচ্ছেদ)
তথ্য সংগ্রহ ও সম্পাদনা ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

মানুষের মাঝে কত বিচিত্র বৈশিষ্ট্য দেখা যায়। এখানে দেখে নিন এমনই কিছু বিচিত্র মানুষের কথা।

১. একেবারে প্রাণের দুই বন্ধু সামবাথ আর চোমরান। এ দুই বন্ধু একসঙ্গে বড় হয়েছে। সামবাথের বয়স যখন ৩ মাস, তখনই তার বিছানার কাছে এসে শুয়েছিলো চোমরান। বর্তমানে সামবাথ কিছুটা বেড়ে উঠেছে। আর তার বন্ধু এখন বিশাল এক অজগর সাপ।

২. ফ্রান্সিসকো দোমিঙ্গো জকুইম এমন এক মানুষ যার মুখটা অদ্ভুতভাবে বিস্তৃত হতে পারে। গোটা একটা কোকের ক্যান আড়াআড়িভাবে রাখতে পারেন মুখের মধ্যে। তার মুখ প্রায় ৬.৬৯ ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়।

৩. চীনের ১০২ বছর বয়সী বৃদ্ধা জ্যাং রুইফাং এর কপালে একটি শিং গজিয়েছে যার আকারও বেশ বড়।
৪. পেশাদার রেসলার জিনো মার্টিনো সুপারম্যানের মতো তার মাথা দিয়ে যেকোনো কিছু ভেঙে ফেলতে পারেন।
৫. ৬৪ বছর বয়সী থাই নক এর ১৯৭৩ সালে বেশ জ্বরের কবলে পড়েন। তখন থেকে ঘুমাতে পারেন না তিনি। সেই থেকে ১১ হাজার ৭০০ রাত নির্ঘুম কাটিয়ে তিনি অসংখ্য ভেড়া গুণেছেন।

৬. উইম হফ এমন এক মানুষ যিনি খালি গায়ে বরফের মধ্যে টানা ১ ঘণ্টা ৮২ মিনিট থাকার পরও স্বাভাবিক থাকেন।
৭. টানা ৫০ বছর ধরে চুল কাটেননি ট্রান ভ্যান হে। এখন তিনি বিশ্বের সবচেয়ে লম্বা চুলের মালিক।
৮. দেবতা শিবের সম্মানে ১৯৭৩ সালে যে হাত তুলেছিলেন সাধু অমর ভারতি, আজো সেই হাত তুলেই রেখেছেন তিনি।
৯. নেপালের এভারেস্ট বিজয়ী শেরপাদের শারীরিক ক্ষমতা ভিন্ন ধরনের। তারা মাটি থেকে ১৩ হাজার ফুট ওপরেও দিব্যি সুস্থ থাকতে পারেন।
১০. ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষ রবার্ট প্রেসিং ওয়াডলো। তার উচ্চতা ছিলো ৮ ফুট ১১ ইঞ্চি। 
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

রচনাকাল : ৮/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  Germany : 5  India : 32  Russian Federat : 2  Ukraine : 1  United States : 40  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  Germany : 5  India : 32  Russian Federat : 2  
Ukraine : 1  United States : 40  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা চতুর্থ খণ্ড (ষষ্ঠ পরিচ্ছেদ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪৮৩৫৫০
  • প্রকাশিত অন্যান্য লেখনী