শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শারদ প্রভাতে আজি প্রকৃতি উঠেছে সাজি
সবুজ দেখায় চারিদিক,
সবুজ ঘাসের পরে শরতে শিশির ঝরে
সূর্যালোকে করে ঝিকমিক।
মাঠ ভরা কচি ধান পাখিদের কলতান
তরু শাখে বসি পাখি গায়,
শিউলি ফুটিল মেলা মৌমাছিরা করে খেলা
সোনা রোদ ঝরে আঙিনায়।
তাল খেজুর সুপারি রাঙাপথে সারি সারি
ছায়া ঘেরা মাটির কুটির,
শরতের রবি উঠে ফুল বনে ফুল ফুটে
দূরে হেরি অজয়ের তীর।
অজয়ের নদীবাঁকে মহুলের বন থাকে
দূরে কারা বাজায় মাদল,
অজয়ের দুইকূল ভরে আছে কাশফুল
সুশীতল অজয়ের জল।
শারদ পূর্ণিমা রাতে চাঁদ তারা একসাথে
নীল আকাশের গায়ে হাসে,
রাত কাটে ভোর হয় শীতল সমীর বয়
নিশির শিশির ঝরে ঘাসে।
রচনাকাল : ৮/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।