ঢেউ
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : সৈকত বসাক
দেশ : UK , শহর : London

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , সেপ্টেম্বর
প্রকাশিত ১ টি লেখনী ৭ টি দেশ ব্যাপী ৭১ জন পড়েছেন।
Saikat Basak
না, আমি সমুদ্রের ঢেউ এর কথা বলছি না| মানুষের জীবনে সব কিছু আসে ঢেউ এর মত| আমরা খুব অল্প সময়ের মধ্যে কোন বিষয়ে নিমগ্ন হয়ে যাই| তারপর কিছুদিন (যেটা দিন, সপ্তাহ বা মাস হতে পারে) পরে পুরো ব্যাপারটা আর important থাকে না নানাবিধ কারণে| এটা যদিও আদৌ কোন অস্বাভাবিক ব্যাপার নয়| জীবনে কোন্ ব্যাপার টা আমাদের কাছে ঐ মুহূর্তে important এটা সবসময় পালটাতে থাকে কারণ আমাদের জীবনে change আসতেই থাকে| যেমন প্রিয়জনের শরীর খারাপ, তখন আমাদের পুরো মনোযোগ রুগীকে সুস্থ করে তোলায়| আমরা যদি আমাদের জীবনের সব সমস্যার list বানাই, তবে দেখা যাবে পুরো জীবন ধরেই কোন না কোন সমস্যা আমাদের ব্যাস্ত রেখেছে| আমাদের জীবনে আনন্দও ঢেউ এর মত আসে| কিছু সময়ের জন্য আমরা কোন ব্যাপারে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাই| তারপর আবার জীবন গতানুগতিক ছন্দে ফেরে| 

এই ঢেউ এর তাৎপর্য হলে যে আমারা যখন জীবনে পেছনে ফিরে তাকাই, তখন শুধু আমার এই ঢেউ গুলোকেই মনে রাখি| ইংরিজি তে বলে ঢেউ এর crest আর trough. crest কে বলা যায় আনন্দে মেতে থাকার সময় আর trough হলো দুঃখে বিষন্নময় হয়ে থাকার সময়| অতীতে ফিরে তাকালে মনে হয়ে crest আরে trough এর মাঝের সময় গুলো সব compressed হয়ে মিলিয়ে গেছে যেন মন থেকে| আপনি এটা এক্ষুনি পরীক্ষা করে দেখতে পারেন| বলুন দেখি আজ থেকে 5 বছর আগে আপনার জীবনে কি ঘটেছিল| সম্ভবতঃ আপনি ঐ সালের কিছু highlight ই মনে করতে পারেবেন, যেমন কোথাও বেড়াতে যাওয়া, জীবনের কোন turning event যেমন বিয়ে, সন্তানের জন্ম, কাজে সাফল্য বা কোন বড় ঝামেলায় পরা ইত্যাদি| অতীতের সাধারণ দিন গুলো আমাদের স্মৃতি থেকে হারিয়ে যায়| কিন্তু ভেবে দেখলে বোঝা যাবে যে ঐ সাধারণ দিন গুলোও কিন্তু আনন্দের ছিল কারণ ঐ দিন গুলোতে আমারা কোন ঝামেলায় ছিলাম না|

ঢেউ এর উঁচু নিচুটা কিন্তু আপেক্ষিক| আমারা অনেক সময় ফ্যাঁসাদে পড়ে ভাবি আমরা খুব দুঃখে আছি কিন্তু যদি আরো বড় সমস্যা বা ঢেউ এসে যায় তখন মনে হয় আগের সমস্যাটা কিছুই এমন দুঃখ জনক ছিল না| 

এই বক্তব্যের মূল্ মন্ত্র হলে যে যখন্ আমরা ঢেউ এর্ crest বা trough এ নেই , সেই সময়্টাও উপভোগ্ করা কারণ্ আমরা জানি না যে ভবিষ্যতে আর কোন বড় ঢেউ আসছে কিনা আমাদের্ জীবনে | 


রচনাকাল : ৩/৯/২০২১
© কিশলয় এবং সৈকত বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  Germany : 1  India : 20  Saudi Arabia : 6  Ukraine : 1  United Kingdom : 2  United States : 41  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  Germany : 1  India : 20  Saudi Arabia : 6  
Ukraine : 1  United Kingdom : 2  United States : 41  
© কিশলয় এবং সৈকত বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ঢেউ by Saikat Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫৪০৬৬৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী