শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শারদ প্রভাতে আজি বিকশিত পুষ্পরাজি
শরতের সোনা রবি উঠে,
ফুটিল শিউলি বেলি টগর পাপড়ি মেলি
ফুল বনে নানা ফুল ফুটে।
সবুজ তরুর শাখে প্রভাত পাখিরা ডাকে
সোনা রবি ছড়ায় কিরণ,
বিকশিত পদ্মকলি ধেয়ে আসে যত অলি
সরোবরে মধুর মিলন।
শরতের নীলাকাশে সাদামেঘ ভেসে আসে
দলে দলে মেঘেদের মেলা,
অজয়ের নদীবাঁকে শালিকেরা ঝাঁকে ঝাঁকে
সারাদিন ধরে করে খেলা।
রাঙাপথে সারি সারি ছুটিছে গরুর গাড়ি
কভু থামে তরুর ছায়ায়,
দূরে কোথা বাজে বাঁশি সাঁওতাল আদিবাসী
মাদল বাজিয়ে গীত গায়।
সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
শরতের চাঁদ উঠে রাতে,
ফুটফুটে জোছনায় নীল আকাশের গায়
চাঁদতারা খেলে একসাথে।
রচনাকাল : ৩/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।