শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ
শরতের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরৎ আসিল ভাই আর তো সময় নাই
পূজার সময় এল কাছে,
ফুটিল শিউলি কলি ধেয়ে আসে যত অলি
পাখিসব গাহে গাছেগাছে।
উঠিল গগনে রবি দেখি শরতের ছবি
মাঠে মাঠে ভরা সোনা ধান,
সাদা মেঘ দলে দলে গগনেতে উড়ে চলে
ভেসে আসে আগমনী গান।
নয়ন দিঘির জলে শোভা দেয় শতদলে
অপরূপ হেরি চারিধার,
জলে সোনা রোদ ঝরে জল ঝিকিমিকি করে
পানকৌড়ি ডুবে বারেবার।
কাঞ্চন ডাঙার মাঠ পূবে অজয়ের ঘাট
দুই ধারে কাশফুল ফুটে,
সাঁঝের আঁধার নামে আমাদের ছোট গ্রামে
মন্দিরে ঢাকের শব্দ উঠে।
ফুটফুটে জোছনায় বনে কারা গান গায়
মাদল বাজে বাঁশির সুরে,
বাজে সাঁঝের সানাই কানে শুনিবারে পাই
সুর মিশে যায় বহু দুরে।
রচনাকাল : ৩১/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।