আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা দ্বিতীয় খণ্ড (পঞ্চম পরিচ্ছেদ)
আনুমানিক পঠন সময় : ৮ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৬৭৪৫৯ জন পড়েছেন।
আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা 
দ্বিতীয় খণ্ড (পঞ্চম পরিচ্ছেদ)
তথ্য সংগ্রহ ও সম্পাদনা ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

জানার মাঝে অজানা কিছু মজার ও আজব তথ্য

1) প্রাচীনকালে রোমান সৈন্যরা এক ধরনের বিশেষ পোশাক পরত, এখন মেয়েদের কাছে ওই বিশেষ পোশাকটাই ব্যাপকভাবে জনপ্রিয়। পোশাকটার নাম স্কার্ট।
2) ৮১টি চাঁদের সমান আমাদের পৃথিবীর ওজন।
3) আঙুলের মতো একজন মানুষের ঠোঁটের ছাপও অন্য মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা।
4) আয়না দেখে নিজেদের চিনতে পারে শিম্পাঞ্জি ও ডলফিন।
5) আয়নার সামনে গিয়ে জিহ্বা বের করে দেখুন। জিহ্বার রঙ যদি গোলাপি হয় তাহলে বুঝা যাবে জিহ্বায় কোনো
জীবাণু নেই। আর যদি সাদা হয়, তাহলে ব্যাকটেরিয়া জমেছে।
6) আপনার দাদুর বয়স কি সত্তর? তাহলে তিনি এ পর্যন্ত ৯ হাজার গ্যালন জল পান করেছেন।
7) আপনার নাকের দৈর্ঘ্য ও বুড়ো আঙুলের দৈর্ঘ্য মিলে গেছে? যদি মিলে যায় তবে আপনি স্বাভাবিক। আর যদি না মেলে তবে আর কী করা যাবে? এমন ব্যতিক্রম খুব কমই হয়।
8)আমাদের মস্তিষ্কে আছে প্রায় ১০০ বিলিয়ন নার্ভ সেল। সবচেয়ে ক্ষমতাশালী কম্পিউটারের চেয়েও বেশ জটিল আমাদের একেকটি নার্ভ সেল।
9) আমাদের শরীরে পেশী আছে ৬০০ টিরও বেশি।
10) আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সা এতই বিষাক্ত যে এক কামড়ে মানুষকে মেরে ফেলতে পারে। 
11) আমরা যাদের কালো ভালুক বলে চিনি, এরা কিন্তু মোটেও কালো নয়। এদের রং বাদামি, হলুদ, দারুচিনি এবং
কখনো কখনো সাদা।
12) আমরা তো খাবার খেয়েই ভাবি কাজ শেষ। এ খাবার পুরোপুরি হজম করতে পেটের কতক্ষণ সময় লাগে জানেন? 
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।
13) ঈল মাছ পিছন দিকে সাঁতার কাটতে পারে।
14) উটপাখি দৌড়াতে পারে ঘণ্টায় ৪৩ মাইল বা ৭০ কিলোমিটার বেগে। এ পাখি উড়তে পারেনা।
15) একজন মানুষ কোনো খাবার না খেয়ে বাঁচতে পারে এক মাস, কিন্তু জল পান না করলে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে না।
16) একটা বোয়িং ৪৭৪-৪০০ বিমানে ৬০ লাখ যন্ত্রাংশ আছে। 
17) একটি আনারস পূর্ণাঙ্গ হতে সময় লাগে দুই বছর।
18) কিছু পিঁপড়ে বোমার মতো নিজেদের বিস্ফোরিত করতে পারে।
19) কচ্ছপের কিন্তু দাঁত নেই।
20) কুমির চিবোতে পারে না।
21) খুব জোরে হাঁচি দিলে পাঁজরের হাড়ে চিড় ধরতে পারে। আবার চেপে রাখলে মাথা বা ঘাড়ের শিরা ছিঁড়ে যেতে পারে।
সামান্য হাঁচির কী জোর রে বাবা!
22) ও, আরেকটি কথা। আপনি কিন্তু চোখ খোলা রেখে হাঁচি দিতে পারবেন না।
23) চার হাঁটুওয়ালা একমাত্র জন্তু হাতি। জীবনের অন্তত দুই সপ্তাহ সময় ট্রাফিক সিগন্যালের লাল বাতিতে কাটে।
24) চোখের একটা পলক ফেলতে কত সময় লাগে জানো? শূন্য দশমিক চার সেকেন্ড।
25) যখন আমরা কোনো কিছু স্পর্শ করি, তখন ঘণ্টায় ১২৪ মাইল বেগে তথ্যটা মস্তিষ্কে পৌঁছায়।
26) টাইটানিক জাহাজ বানাতে খরচ হয়েছিল সাত মিলিয়ন বা ৭০ লাখ ডলার। অর্থাৎ প্রায় সাড়ে ৫২ কোটি টাকা। আর দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ‘টাইটানিক’ সিনেমা বানাতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন ডলার, মানে ১৫০০ কোটি টাকারও বেশি।
27) ডান পাশের ফুসফুস বাম পাশের চেয়ে বেশি বাতাস গ্রহণ করে।
28)থাইল্যান্ডে ঘুড়ি ওড়ানো এক ধরনের পেশাদার খেলা।
29) ধরা যাক একটা সিংহ এবং ভালুকের মধ্যে লড়াই হলো। কে জিতবে ভাবো তো একবার? বনের রাজা হলেও ওই লড়াইয়ে কিন্তু ভালুকই জিতবে।
30) নাকই হচ্ছে আমাদের ব্যক্তিগত শীতাতাপ নিয়ন্ত্রকযন্ত্র। কারণ এটা শীতল বাতাসকে গরম করে, আবার গরম
বাতাসকে শীতল করে এবং ময়লা- আবর্জনা ছাঁকুনি দিয়ে বিশুদ্ধ বাতাস টেনে নেয়।
31) নীল চোখের মানুষ অন্ধকারে ভালো দেখতে পায়।
32) নীল রঙ দেখলে আমাদের প্রশান্তি লাগে। এর কারণ আমরা যখন নীল রং দেখি তখন আমাদের মস্তিষ্ক এক ধরনের প্রশান্তির রস ছাড়ে, যা আমাদের রক্তের সঙ্গে মিশে যায়। 
33) পাখি জগতে প্যাঁচাই কেবল চোখের উপরের পাতা পিটপিট করে। বাকি সব পাখি পিটপিট করে চোখের নিচের পাতা।
34) পোকাখেকো বাজপাখির দৃষ্টিশক্তি খুবই প্রখর। আধামাইল দূর থেকেও একটা ফড়িংকে ঠিক ঠিক শনাক্ত করতে পারে।
35) “বোলা” স্পাইডার নামের এক ধরনের মাকড়সা আছে, যারা জাল বোনে না। এদের দেখা মেলে আমেরিকা, আফ্রিকা
আর অস্ট্রেলিয়ায়। 
36) প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার!
37) প্রতি এক হাজার সামুদ্রিক কচ্ছপ ছানার মধ্যে মাত্র একটি ছানা জন্মের পর টিকে থাকতে পারে। 
38) প্রত্যেক মহাদেশেই রোম নামের শহর আছে, কেবল অ্যান্টার্কটিকা ছাড়া।
39) ফুটবল খেলায় গোলরক্ষক গোল রক্ষা করেন। কিন্তু ক্রিকেট খেলায় উইকেটরক্ষক উইকেট রক্ষা করে না, 
বরং ভেঙ্গে ফেলে। বিশ্বাসঘাতক উইকেটরক্ষক!
40) ফুটবল খেলার সময় একেকজন খেলোয়াড় কতখানি দৌড়ায় জানেন? নব্বই মিনিটের প্রতি খেলায় সাধারণত ৭ মাইল।
41) বাঁ পাশের ফুসফুস ডান পাশেরটির চেয়ে ছোট। কারণ ওই জায়গাটায় আছে হৃদয়।
42) বিড়ালের প্রতিটি কানে আছে ৩২টি করে পেশি। 
43) সকল মেরু ভাল্লুক বাম হাতি।
44) FORTNIGHT শব্দটি এসেছে Fourteen Nights থেকে। যার অর্থ দুই সপ্তাহ।
45) আমরা সবাই জানি NEWS শব্দের অর্থ হলো সংবাদ, বার্তা, খবর। যা আসে চারদিক থেকেঃ (N)orth, (E)ast, (W)est, (S)outh ।
46) JEEP গাড়ি প্রথম তৈরি করা হয় ২য় বিশ্ব যুদ্ধের সময়। তখন এর নাম ছিলো “General Purpose Vehicle” -> GP | কালক্রমে GP শব্দটি পরিবর্তিত হয় JEEP এ।
47) আমাদের দেহের সবচাইতে শক্তিশালী মাংসপেশি হলো জিহ্বা।
48) কিবোর্ডের শুধু মাত্র একটি সারির অক্ষরগুলো ব্যবহার করে লেখা সবচাইতে বড় শব্দটি হলো TYPEWRITER ।
49) তাস খেলার চার রাজা ইতিহাসের বিখ্যাত চারজন রাজার পরিচয় বহন করে। স্পেডসঃ কিং ডেভিড ক্লাবসঃ অ্যালেকজেন্ডার দি গ্রেট হার্টসঃ চার্লস দি গ্রেট ডায়মন্ডসঃ জুলিয়াস সিজার
50) POP MUSIC শব্দটি হলো Popular Music এর সংক্ষিপ্ত রুপ।
51) প্রজাপতি তার পায়ের সাহায্যে স্বাদ গ্রহণ করে।
52) কোনো কিছুর সাহায্যে ছাড়া, আমরা শ্বাসরোধ করে মরতে পারবনা।
53) জিরাফের জিহ্বা কালো।
54) আকাশে কত তারা জানেন? যদি প্রতি সেকেন্ডে একটা করে তারা গুনতে থাকেন, তবে গ্যালাক্সির মোট
তারা গুনতে আপনার সময় লাগবে তিন হাজার বছর।
55) একটা শামুক কত লম্বা হতে পারে জানেন? ৯১ সেন্টিমিটার! মানে প্রায় তিন ফুট!
56) ১০ লাখেরও বেশি খুদে নালি দিয়ে মানুষের কিডনি তৈরি। দুই কিডনির নালিগুলো জোড়া দিলে ৪০ মাইল লম্বা
হবে।
57) মুরগির ডিমের চেয়ে ২৪ গুণ বড় উটপাখির ডিম। 
58) অন্যকিছু না দেখেও শুধু… ঘোড়ার দাঁত দেখে আপনি বলে দিতে পারবেন ঘোড়াটি মেয়ে না ছেলে!!! বেশিরভাগ পুরুষ ঘোড়ার দাঁত থাকে ৪০টিএবং মেয়ে ঘোড়ার ৩৬টি!!!
59) জলেতে থাকাকালীন সময়ে সাপ আমাদের কামড় দিতে পারে না!!! কামড় দিতে হলে অবশ্যই সাপকে মাটি বা কোনও শক্ত কিছুর উপর আশ্রয় নিয়ে কামড় দিতে হবে!!! অদ্ভুত!!!
60) তিমি মাছের শরীর দেখে কি মনে হয় যে এই মাছ না খেয়ে থাকতে পারে??? জেনে অবাক হবেন যে, একটা নীল তিমি একটানা ৬ মাস পর্যন্ত না খেয়ে কাটিয়ে দিতে পারে!!!
61)গরিলা, জিরাফ, এরা কিন্তু সাঁতার কাটতে পারেনা!!! খুব বেশি বেকায়দায় না পড়লে গরিলা কখনো জল পাড়ি দেয় না!!!
62) বজ্রপাতে কারা বেশি মারা যায় জানেন??ছেলেরা!!! মেয়েদের তুলনায় ছেলেদের বজ্রপাতে মৃত্যুহার ৭ গুন বেশি!
63) বৃহত্তম দেশ – রাশিয়া
64) বৃহত্তম শহর – টোকিও
65) বৃহত্তম অফিস – পেন্টাগন বিল্ডিং
66) বৃহত্তম স্টেডিয়াম – স্ট্রাইভ স্টেডিয়াম
67) বৃহত্তম যুদ্ধ জাহাজ – ইয়ামাটো
68) বৃহত্তম সাগর – দক্ষিন চীন সাগর
69) বৃহত্তম যাত্রীবাহী জাহাজ – কুইন
মেরী ২
70) বৃহত্তম পর্বত শ্রেনী – কারাকোরাম
71) বৃহত্তম নদী – মিসিসিপি
72) বৃহত্তম ডুবোজাহাজ – নটিখাল
73) বৃহত্তম উপসাগর – মেক্সিকো উপসাগর
74) বৃহত্তম জেল খানা – খারকভ জেল খানা
75) বৃহত্তম দ্বীপ – গ্রীনল্যান্ড
76) বৃহত্তম উপদ্বীপ – আরব উপদ্বীপ
77) বৃহত্তম ব- দ্বীপ- বাংলাদেশ
78)আমাদের সৌরজগতে উপগ্রহের সংখ্যা ৬০টি।
79) বুধ, শুক্র, প্রিথিবী এবং মঙ্গল এই চারটি গ্রহকে ‘rocky’ গ্রহ বা ‘terrestial’ গ্রহ বলে।
80) ইউরেনাস এবং নেপচুনের মধ্যে সবথেকে বেশি পরিমান বরফ, carbon monoxide, frozen water, ammonia, আছে।
81)প্রজাপতির প্রক্রিত নাম ছিল ফ্লাটারবি (flutterby)
82)একটি হাতির দাতের ওজন ৯ পাউন্ড হতে পারে।
83)প্রায় সব রকমের ব্রেকফাস্টি ঘাস জাতীয় দ্রব্য থেকে তৈরী।
84)হাতি ই এমন এক প্রকার প্রানী যারা লাফাতে পারেনা।
85)প্রতিটি মানুষের জিভের গঠনছাপ আলাদা হয়।
86) Leonardo Da Vinci একই সময়ে এক হাত দিয়ে লিখতে ও আরেক হাত দিয়ে ছবি আঁকতে পারতেন। কিছু মনস্তাত্তিক শিক্ষা !!
87) যখন দেখবেন কেউ খুব ছোট ছোট বিষয় নিয়ে অকারণ অনেক হাসাহাসি করে, বুঝে নিবেন সেই ব্যক্তিটি নিজের
ব্যক্তিগত জীবনে খুবই বিষন্নতার মধ্যে আছে |
88) যখন দেখবেন কেউ খুব ঘন ঘন ঘুমায়, বুঝে নিবেন সেই ব্যাক্তিটি খুব একাকীত্বের মধ্যে আছে |
89) যখন দেখবেন সাধারনত কম কথা বলে এমন কেউ খুব তাড়াতাড়ি কথা বলছে, বুঝে নিবেন সে কিছু গোপন করছে |
90) যখন দেখবেন কেউ দুঃখের সময় কাঁদতে পারে না, বুঝে নিবেন সে মানসিকভাবে খুবই দুর্বল |
91) যখন দেখবেন কেউ অস্বাভাবিক পন্থায় খাচ্ছে, বুঝে নিবেন সে কোন বড় টেনশনে আছে |
92) যখন দেখবেন কেউ খুবই ছোট ছোট বিষয়ে কেঁদে ফেলে, বুঝে নিবেন সে খুবই নরম ও পবিত্র হৃদয়ের অধিকারী |
93) মেয়েরা দিনে গড়ে প্রায় ২০০০০ শব্দের ব্যবহার করে কথা বলার জন্য। যেখানে ছেলেরা গড়ে মাত্র ৭০০০ শব্দ
ব্যবহার করে।
94) প্রতি ৯০ সেকেন্ডে গর্ভপাত ও সন্তান জন্মদানের কারণে একজন মহিলা মৃত্যুবরণ করেন।
95) মেয়েরা তাদের সম্পূর্ণ জীবনের প্রায় এক বছরের মত সময় শুধুমাত্র কোন কাপড়টি পরিধান করবে তা চিন্তা করেই কাটিয়ে দেন।
96) মেয়েরা বছরে প্রায় ৩০ থেকে ৬৪ বার কান্নাকাটি করে আর সেখানে ছেলেরা ০৬ থেকে ১৭ বার কান্না করে।
97) মেয়েরা দিনে তিন বার মিথ্যা বললে, ছেলেরা দিনে ছয় বার মিথ্যা কথা বলে।
98) মহিলাদের হৃদকম্পন পুরুষের তুলনায় বেশি। একই সময়ে পুরুষের তুলনায় মহিলাদের হৃদকম্পনের পরিমান বেশি ও
দ্রুত। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও জানা যায় নি।
99) রাশিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় নয় লক্ষ বেশি।
100) যেসব নারীদের হার্ট ও বুকে ব্যথার সমস্যা রয়েছে, তাদের বিষণ্ণতা, বদহজম ও কাঁধে ব্যথার সমস্যাও রয়েছে।
101) ছেলেদের তুলনায় মেয়েরা কোনো কিছুর স্বাদ পরীক্ষায় বেশি পারদর্শী। 
102) লম্বা নারীদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি।
103) মহিলাদের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। তাই কোন নারী যদি কখনো বলে যে তার হার্ট নেই, তাহলে বিশ্বাস
করবেন না।
104) সকল মহিলারাই সুন্দর। শুধু কমতি আছে আত্মবিশ্বাসের। তাই নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। পৃথিবীতে মাত্র
২ শতাংশ নারী নিজেকে সুন্দর বলে মনে করেন ও প্রকাশ করেন।
105) মেয়েরা প্রচুর পরিমানে স্বপ্ন দেখে। একটি মেয়েকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তার কাছে বলার জন্য অনেক গল্প পাবেন, কিন্তু একজন পুরুষকে কাল রাতের স্বপ্নের কথা জিজ্ঞেস করলে সে বলতে পারবে না।


রচনাকাল : ২৬/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  Europe : 3  Germany : 2  India : 35  Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 1  Ukraine : 1  United States : 49  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  Europe : 3  Germany : 2  India : 35  
Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 1  Ukraine : 1  
United States : 49  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা দ্বিতীয় খণ্ড (পঞ্চম পরিচ্ছেদ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫৩৯৩২১
  • প্রকাশিত অন্যান্য লেখনী