আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা দ্বিতীয় খণ্ড (চতুর্থ পরিচ্ছেদ)
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৫৭১০১ জন পড়েছেন।
আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা 
দ্বিতীয় খণ্ড (চতুর্থ পরিচ্ছেদ)
তথ্য সংগ্রহ ও সম্পাদনা ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

35 টি অবাক করা মজার তথ্য। চমকে দিবে আপনাকে !
1. অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।
2. আপেল খেতে যতই স্বাদ লাগুক, আপেলের ৮৪ ভাগই জল।
3. এ মাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশী ।
4. এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।
5. এক ঘণ্টা চুইংগাম চাবালে শরীরে ৩০ ক্যালরি তাপ ক্ষয়।
6. গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না ।
7. চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।
8. চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু গিলতে পারে না।
9. জলের হাতি বা জলহস্তি জলের নিচে ৩০ মিনিট দম বন্ধ করে থাকতে পারে।
10. যখন চাঁদ সরাসরি মাথার উপর,তখন আপনার ওজন সবচেয়ে কম।
11. ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
12. তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে !
13. তুমি কি জানো, এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব !
14. পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।
15. পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
16. পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।
17. পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।
18. প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার !
19. ফড়িংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান
হাঁটুতে!
20. মাছেরও কাশি হয়।
21. মৌমাছির চোখ পাঁচটি।
22. মশার দাঁত ৪৭ টি ।
23. শামুক পা দিয়ে নি:শ্বাস নেয় । শামুকের নাক চারটি ।
24. শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।
25. হাতি একমাত্র স্তন্যপায়ী, যারা লাফ দিতে পারে না।
26. বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।
27. গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২ লাখ বার পলক ফেলে।
28. মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের
কোষ। (নিউরন) ।
29. হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।
30. মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ পায়ে অবস্থিত!
31.প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬ জন সতেরোতে পা দেয়।
32. আপনি চোখ খুলে কখনোই হাঁচি দিতে পারবেন না।
বিশ্বাস না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।
33. আপনি কখনো আপনার কনুই কামড় দিতে পারবেন না । চেষ্টা করে দেখুন !
34. গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র
পাঁচটি গ্রহ দেখতে পেতো!
35. আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই। কিন্তু আমরা জানি কি এক পাউন্ড
খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির জল খরচ করতে হয় ।
[বই থেকে সংগৃহীত]

রচনাকাল : ২৬/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  Germany : 2  India : 28  Russian Federat : 1  Ukraine : 1  United States : 48  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  Germany : 2  India : 28  Russian Federat : 1  
Ukraine : 1  United States : 48  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা দ্বিতীয় খণ্ড (চতুর্থ পরিচ্ছেদ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪৮৩৮৮৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী