আশ্চর্য নয় সত্য......অপ্রিয় হলেও সত্য ঘটনা (তৃতীয় পরিচ্ছেদ)
তথ্য সংগ্রহ ও সম্পাদনা ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
৫০ বছর বয়েসে দেড়শো সন্তানের বাবা তিনি
তার সন্তানের সংখ্যা বয়েসের তুলনায় তিনগুণ। বিচিত্র এ খবরে অনেকের চক্ষু চড়ক গাছ। জো নামের মার্কিন এই বাবা মূলত স্পার্ম দান করেন। তাই এত সন্তানের জনক হতে পেরেছেন তিনি।
করোনাভাইরাস মহামারিতেও স্পার্ম দান করেছেন তিনি। এ বছর আরও ১০ সন্তানের বাবা হয়েছেন জো। এ ব্যাপারে জো বলেন, সন্তান জন্মাতে দেখলে ভালো লাগে। এসব সন্তানদের বেশিরভাগের চেহারাই আমার মতো দেখতে।
শুধু স্পার্ম দানই নয়, প্রয়োজনে সরাসরি যৌন সম্পর্কের মাধ্যমেও সন্তান জন্ম দিতে সাহায্য করেন জো।\
প্রিয় তারকার ডাকে কোমা থেকে ফিরলেন ভক্ত
বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হুঁশ চলে গিয়েছিল ইতালিয়ান তরুণী ইলিয়েনা মাতিল্লির। দীর্ঘদিন ধরে হাসপাতালে কোমায় ছিলেন তিনি। কোনো চিকিৎসাই জ্ঞান ফেরাতে পারছিল না তার। তবে ইতালিয়ান ফুটবল সুপারস্টার ফ্রান্সিসকো টট্টির ডাকে জ্ঞান ফেরে অবশেষে।
ঘটনাটি কোনো সিনেমা বা রোমান্টিক গল্পের ক্লাইমেক্স নয়। বাস্তব এ ঘটনাটি ঘটেছে এ বছর। ১৯ বছর বয়েসি ইলিয়েনা মাতিল্লি ইতালিয়ান ক্লাব রোমার সমর্থক। ওই ক্লাবের কিংবদন্তী ফুটবলার ফ্রান্সিসকো টট্টি। তারই এক ভিডিও বার্তা পেয়ে কোমা থেকে ফিরেছেন তরুণী।
এ কাজটি হয় তার বাবা-মার বুদ্ধিতে। কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না দেখে নিয়মিত মেয়ের কানের কাছে ফুটবল ক্লাবের অ্যান্থেমটি বাজাতেন তারা। এ খবর শুনে ফ্রানসিসকো টট্টি এক ভিডিওবার্তা পাঠান। বার্তায় তিনি বলেন, 'হার মেনো না ইলিয়েনা। তুমি জিতবে। আমরা তোমার সঙ্গে আছে।' টট্টির এ ভিডিওবার্তা শোনার পরই সাড়া দেন তরুণী। এর আগে ৯ মাস জ্ঞান ছিল না তার।
মায়ের গর্ভেই গর্ভবতী সন্তান।
বিস্ময়কর এই ঘটনা ঘটেছে কলম্বোর মামাজ লেটিনস হাসপাতালে।
জানা গেছে, সদ্যোজাত কন্যা জন্মেছে গর্ভে সন্তান নিয়ে! এর জেরে জন্মের সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। সেখানে অপারেশন করে বাদ দেওয়া হয় তার গর্ভস্থ ভ্রূণ
চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুর জন্মের দু’মাস আগে মায়ের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ধরা পড়ে তার শরীরে দুটি Umbilical Cords রয়েছে। তার একটি ভ্রূণের গর্ভের সঙ্গে যুক্ত থাকায় মায়ের গর্ভে থাকাকালীনই গর্ভবতী হয়ে পড়ে কন্যা সন্তান। যা সত্যিই বিরল। জন্মের পরেই তাই সদ্যোজাতের পেট থেকে বের করে আনা হয় অপরিণত ভ্রূণটিকে।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সদ্যোজাত কন্যা সন্তান শারীরিক ভাবে ভালো আছে। তবে ভবিষ্যতে এই অস্ত্রোপচারের জন্য তার কোনও অসুবিধা হবে না বলে দাবি চিকিৎসকদের।
রচনাকাল : ২৩/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।