আশ্চর্য নয় সত্য......অপ্রিয় হলেও সত্য ঘটনা (দ্বিতীয় পরিচ্ছেদ)
তথ্য সংগ্রহ ও সম্পাদনা ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
পাঁচ টিয়াকে সংশোধনাগারে পাঠাল চিড়িয়াখানা
একসঙ্গে হলেই খারাপ কথা বলে। ছোট-বড় বাছবিচার নেই, নেই সময়জ্ঞানটুকুও। দর্শকের সামনে অকথ্য ভাষায় গালাগালি চলেই। এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি পাঁচ টিয়া পাখি মিলে বিরল এক সমস্যায় ফেলেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। উপায়ন্তর না দেখে তাদের মুখের ভাষা শোধরে নিতে প্রশিক্ষকের কাছে পাঠানো হয়।
যুক্তরাজ্যের লিংকনশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুদিন ধরেই লক্ষ্য করা হচ্ছিল এই পাঁচ টিয়া পাখি একসঙ্গে হলেই গালাগালির তুবড়ি ছুটে। চিড়িয়াখানার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ নিকোলাস বলেন, “টিয়া পাখির মুখের এমন ভাষার সঙ্গে আমরা পরিচিত। কিন্তু একসঙ্গে এমন পাঁচ টিয়া পাখি হলে যে কী হয় সে অভিজ্ঞতা আমাদের ছিলো না। অনেক দর্শকই এদের কথায় আনন্দ পায়। কিন্তু শিশুদের সামনে ওদের নোংরা কথা নিয়ে আমরা চিন্তিত ছিলাম”।
জাপানে স্বচ্ছ কাচের পাবলিক টয়লেট
এ বছরের আগস্টে জাপানের রাজধানী টোকিওতে স্বচ্ছ কাচের পাবলিক টয়লেট চালু হয়। নান্দনিক ডিজাইনের টয়েলটগুলো ইতিমধ্যে জাপানের রাজধানীর আকর্ষণে পরিণত হয়েছে। যদিও বাইরে থেকে ভেতর দেখার জন্যই তৈরি করা হয়েছে স্বচ্ছ কাচের টয়লেট, তবে ভয় নেই, ব্যবহারকারী ভিতরে ঢুকে দরজা বন্ধ করলেই আর তা স্বচ্ছ থাকবে না। কারণ দরজা বন্ধ করলেই স্মার্ট কাচ স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা হয়ে যায়। ফলে ব্যবহারের সময় বাইরে থেকে কেউ দেখার ঝুঁকি নেই।
কর্তৃপক্ষ জানায়- ইট, সিমেন্টের নির্মিত পাবলিক টয়লেট থাকে অন্ধকার ও নোংরা। ফলে এসব পাবলিক টয়লেট ব্যবহার বিপজ্জনক। এ কারণে অনেকেই তা ব্যবহারও করে না। বিশেষত নারীদের জন্য অন্ধকার পাবলিক টয়লেট ঝুঁকিপূর্ণ। স্বচ্ছ কাচের টয়লেট হলে বাইরে থেকে ভিতর দেখে ব্যবহারকারীরা নিশ্চিন্ত মনে তা ব্যবহার করতে পারেন। টোকিওর ব্যস্ততম দুটি পার্কে এ পর্যন্ত দুটি টয়লেট স্থাপন করা হয়েছে।
রহস্যজনক মোনোলিথ
করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্বে বছরের শেষ দিকে নতুন এক রহস্য নিয়ে ভাবাচ্ছে। আমেরিকাসহ বিশ্বের কয়েকটি দেশে ধাতব বস্তু মনোলিথ পাওয়া যাচ্ছে। প্রিজম আকৃতির ধাতব স্তম্ভটি প্রথমে যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের মরুভূমিতে দেখা যায়। কে বা কারা এটি স্থাপন করলো তা জানার আগেই অবশ্য সেটি গায়েবও হয়ে যায়।
এরপর আমেরিকারও অন্য কয়েকটি রাজ্য ও ইউরোপের কিছু স্থানে পাওয়া গেছে মনোলিথ। মনোলিথ রহস্য এখনও সমাধান হয়নি। বিষয়টি ভাবনার কারণ বৈকি।
রচনাকাল : ২৩/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।