ধরত্রীর দিশা অনুসারে প্রবাহ বদলে যায় নদী
উজানি স্রোতের ভাটায় বেলা বয়ে যায়,
ডাঙ্গার শুকনো কচ্ছপ ছুটে ধীর গতিতে
তমাল হিজলের বন দুর্ভেদ করে।
কুম্ভকারের মতো প্রেমে পড়ে মৃত্তিকার মায়ায়
বেঁচে থাকার অদম্য লড়াইয়ে,
তেতে যাওয়া মৃত্তিকায় উষ্ণ আলিঙ্গনে
সেও নিরাপদ আবাসন গড়ে।
পুরাতন কাঁসার অতলে লুকানো ললিত বুকে
তার-ও আছে লাল বৃত্তের মতো চিত্ত।
মৃগের মতো মায়াবী চোখের যুগল
সে-ও চিনে অমরতার সোনারঙ।
গোপন পত্রের মতো সে-ও যত্নে রাখে
খামে মোড়ানো মর্ত্যের গোপন মোহ,
সহস্র দিনের অপ্রকাশিত কাব্য
রহস্যময় জীবনের অব্যক্ত জবানবন্দি।
পঞ্চবটীকার পথ ধরে সে-ও খুঁজে বাল্মিকীর আশ্রম
শুদ্ধজীবনের প্রার্থনায় নতশিরে খুঁজে ঈশ্বরের কৃপা,
সে ও শুনে শিকারির হস্তে ধনুকের টংকার
যোদ্ধার মতো সেও রাখে আত্মবিশ্বাস।
রচনাকাল : ২০/৮/২০২১
© কিশলয় এবং মামুন মাসুম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।