স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
স্বাধীন আমার ভারতবর্ষ স্বাধীন আমার জন্মভূমি,
ভারতের মাটি স্বর্গ যে আমার পদধূলি তব চুমি।
নমি মা জননী ভারত আমার গাহি তব জয়গান,
সোনার ভারত গড়বো আর রাখবো দেশের মান।
চন্দ্র সূর্য গ্রহ, তারকা জ্বলিছে ভারতে দিবানিশি,
দেশের লাগি কাজ করি সবে মোরা মিলিমিশি।
হেথা একসাথে প্রার্থনা করে হিন্দু ও মুসলমান,
প্রার্থনা আর নমাজে তুষ্ট হন আল্লাহ ও ভগবান।
গীর্জাতে শুনি ঘণ্টার ধ্বনি মসজিদে হয় আজান,
মন্দির মাঝে বসি পুরোহিত পূজা করে ভগবান।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান জাতি ধর্ম নির্বিশেষে,
সবাকার তরে সবে মোরা সেবা করি ভালবেসে।
ভিন্ন ভিন্ন জাতি আর ধর্ম, ভিন্ন আমাদের ভাষা,
ভারতমাতার সন্তান মোরা দিতে পারি ভালবাসা।
নমি মা জননী ভারত আমার গাহি তব জয়গান,
সোনার ভারত গড়বো আর রাখবো দেশের মান।
রচনাকাল : ১৯/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।