স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ঘুমায়ো না আর দেখো চক্ষু মেলি. জেগেছে বিদ্রোহীরা,
আগুন জ্বলুক দিকে দিকে, ভেঙে ফেলো পাষাণ কারা।
দেশের মাটিতে বিদেশী এসে,
শাসন চালায় শাসকের বেশে,
মানি না শাসন, মানবো না মোরা, রক্ত শোষক ওরা।
বিদ্রোহের আগুন জ্বালাও, করবো ওদের ভারত ছাড়া।
জাগ্রত চেতনা ভারতবাসীর হলো আজি অবিচল,
কয়েদীরা কয়, হয়েছে সময় ছিন্ন করো শৃঙ্খল।
গাও সবাই ভারতের জয়গান,
ছুটে এসো হিন্দু ও মুসলমান।
দেশের শত্রু, জাতির শত্রু ওরা, বিদেশী শাসক দল।
ঘুমায়ো না আর, জেগে ওঠো এবার, দেখাও বাহুবল।
দেশ ছেয়েছে অরাজকতায় ভারতবর্ষ আজি পরাধীন,
জাগ্রত চেতনা আনুক বিপ্লব, হোক ভারতবর্ষ স্বাধীন।
পরাধীন জাতি মানে না শাসন
স্বাধীনতার স্বপ্ন মাতৃ-মুক্তি পন,
রক্তের বিনিময়ে পাবো স্বাধীনতা নই মোরা পরাধীন।
রক্তক্ষয়ী সংগ্রাম দিকে দিকে তাই দেশ হল স্বাধীন।
স্বাধীন ভারতে উড়িছে আজি ত্রিবর্ণ জাতীয় পতাকা,
গেরুয়া সাদা সবুজের মাঝে অশোক চক্রটি আঁকা।
জাতীয় পতাকা উড়িছে গগনে
স্বাধীন ভারতে দুলিছে পবনে
ভারতবীর্য দেখাব আমরা নই মোরা আজি পরাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে স্বদেশ হয়েছে স্বাধীন।
----------------------------------------------------------
১) এই স্বাধীনতা দিবসে আমরা আমাদের দেশের শান্তি ও ঐক্য সুরক্ষিত রাখার শপথ গ্রহণ করি।
২) যাঁরা এই দেশ গড়েছে, সেই স্বাধীনতা সংগ্রামীদের বলিদান কখনও ভোলার না। জয় হিন্দ!
৩) মনে থাকুক স্বাধীনতার স্মৃতি, হৃদয়ে থাকুক বিশ্বাস। স্বাধীনতা দিবসে রাষ্ট্র নির্মাতাদের স্যালুট জানাই আমরা।
৪) আমাদের স্বাধীন করার জন্য অত্যাচার, ত্যাগ, বলিদান স্বীকার করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। ১৫ আগস্ট তাঁদের মনে করে ও সম্মান জানাতে চাই।
৫) আমরা সবাই আলাদা হয়েও আমরা স্বাধীনতার সূত্রে এক সুতোয় গাঁথা। এই দিনটিকে কখনও ভুলে না গিয়ে আমাদের স্মরণ করা উচিত যে এই স্বাধীনতা অর্জন করা কত কঠিন ছিল।
৬) বহু বছরের স্বাধীনতা সত্ত্বেও এখনও অনেক সমস্যার সমাধান করা বাকি। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এক হয়ে কাজ করে স্বাধীনতা দিবসের দিনটিকে আরও অর্থবহ করে তোলা যাক।
৭) স্বাধীন দেশে জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমাদের। এর জন্য আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ জানানো উচিত। যাঁদের ত্যাগের কারণে এই দিনটি আমরা পালন করতে পারছি।
৮) প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দেশকে উন্নত করার জন্য সবাই মিলেমিশে দেশের কাজ করি। লক্ষ্য আমাদের সোনার ভারত গড়ে তোলা।
৯) একটি রাষ্ট্র তার জনগণকে নিয়েই গড়ে ওঠে। তাঁদের কাজ ও অভিপ্রায় থেকে জানা যায় যে তাঁরা নিজের রাষ্ট্রের কেমন ভাবমূর্তি গড়ে তুলতে চাইছে।
১০) মননে স্বাধীনতা, হৃদয়ে বিশ্বাস, আত্মায় গর্ব এবং আমাদের রক্তে থাকুক দেশের প্রতি ভালোবাসা। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই সুন্দর 75 তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
রচনাকাল : ১৬/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।