সংসার গুলো ছোটো হয়ে গেছে নেই কোনো প্রাণ তাতে মা বাপেদের স্থান হয় না ছেলের সংসারেতে। সব ভাই বোন একসাথে থাকা হয়ে গেছে আজ গল্প রাঙা কাকা আর ফুল পিসি দের খোঁজ মেলে তাই অল্প। বাবা মা রা আজ বোঝা হয়ে গেছে ঠাই নেই সংসারে দুটি ছেলে হলে তাদের কে তারা নেয় ভাগাভাগি করে। কারো ঠাই হয় বৃদ্ধাশ্রম কারো জোটে চিলেকোঠা ভালোবাসা গুলো হারিয়ে যাচ্ছে বাস্তব ঘটনাটা। Atanu Basakরচনাকাল : ১২/৮/২০২১
অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।