চিরনিদ্রা
গদ্য কবিতা
মৃদু মন্দ হাওয়া বইছিল
ঘুম আসছিল না কিছুতেই,
বিকট একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম
প্রথম ঠিক বুঝতে পাচ্ছিলাম না কি হচ্ছে!
পরে ঠাহর করলাম পাশের বাড়ির বৃদ্ধার করুণ আর্তনাদ
আর বাঁচতে চাইনা
আমায় নিয়ে চল নিদ্রার দেশে যেখানে
আর্তনাদ করলে আর ফিরে আসা যায় না
যেখানে নিশ্চুপ হয়ে যায় লোভ লালসার লেলিহান শিখা,
আর সূর্যের আলো কেমন বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত করে,
রক্তের শিরা থেকে উপশিরায় শিথিল হয়ে আসে,
চোখের জলে সবকিছু ঘোলাটে ঝাপসা লাগে,
নিয়ে যাবি তুই বাবা সেই নিদ্রার দেশে
কি হবে বেঁচে এ অস্হিকঙ্কাল সাড় দেহে
যদি না কাজে আসে এ শুধুই অসাড় ও বিড়ম্বনার বরং বিশ্রাম চাই বিশ্রাম,
যাতনা সয়ে আর লাভ কি !
হে প্রভু ক্ষমা করো মোরে চাইনা আর এ দেহ !
কথা গুলো কি র্নিবিবাদে বলল বৃদ্ধা
শেষ নিয়তি বুঝি এই হয়
আর চাই না শুধু চাই চিরনিদ্রা।।
রচনাকাল : ১১/৮/২০২১
© কিশলয় এবং রিনা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।