শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে
শ্রাবণের বর্ষার কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শ্রাবণে বরিষা ধারা ঝরে দিনরাত সারা
আঙিনায় বহে কাদাজল,
গাঁয়ের পথের ধারে বাঁশবনে ঝোপে ঝাড়ে
মুরগীরা করে কোলাহল।
কাদাজলে ব্যাঙগুলি ডাক ছাড়ে সুর তুলি
পিছল হয়েছে পথঘাট,
শ্রাবণে বাদল ঝরে খাল বিল গেছে ভরে
জলে ভরে আছে সব মাঠ।
দিনরাত অবিশ্রাম বৃষ্টি ঝরে অবিরাম
পদ্মদিঘি ভরে গেছে জলে,
দিঘিজলে মরালেরা জলে ভিজে করে খেলা
জলে ভিজে চাষী মাঠে চলে।
আকাশের ওইপারে গুরু গুরু ডাক ছাড়ে
বিজুলি জ্বলিছে কালমেঘে,
ঝমাঝম বৃষ্টি পড়ে অবিরত বারি ঝরে
জল ঝরে বায়ু বয় বেগে।
অজয়ের নদীঘাটে অলস বিকাল কাটে
কাল মেঘ সূর্য ঢেকে রাখে,
নীড়ে ভিজে পাখিসব নাহি করে কলরব
নদীতটে বট তরু শাখে।
রচনাকাল : ৮/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।