শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে
শ্রাবণের বর্ষার কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শ্রাবণে বরিষা ঝরে মেঘ আছে কালো করে
গগনে বিজুলি ধারা হাসে,
জল ঝরে অবিরাম নাহিক কভু বিরাম
চাষীগণ রত সব চাষে।
শ্রাবণে অজয় নদী ধায় বেগে নিরবধি
ঘন ঘন ছাড়িছে হুঙ্কার,
সারা গাঁয়ে ঢুকে জল জল ঢুকে অবিরল
সকলেই করে হাহাকার।
নদীজল পাক খায় দুইকূল ভেসে যায়
জোয়ারের জল উঠে ফুলে,
আকাশেতে মেঘ জমে বারিধারা নাহি কমে
বাড়িঘর ভাঙে দুই কূলে।
ডুবে গেছে দিঘিঘাট, জলে ভরা সব মাঠ
গাঁয়ের রাস্তায় বহে জল,
অজয় নদীর ধারা বহিছে পাগল পারা
ভরা নদীর স্রোত উচ্ছল।
বৃষ্টি আর নাহি কমে হেথা হোথা জল জমে
রাঙাপথ হয়েছে পিছল,
মেঘেরা গর্জন করে সারারাত জল ঝরে
বৃষ্টিধারা ঝরে অবিরল।
রচনাকাল : ৭/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।