শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে
শ্রাবণের বর্ষার কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শ্রাবণের জল ঝরে খাল বিল জলে ভরে
বৃষ্টি হয় রোজ সারারাত,
সারাদিন ঝরে বৃষ্টি একি হলো অনাসৃষ্টি
শ্রাবণের নব ধারাপাত।
ভিজে মাটি সোঁদা গন্ধ জলে ভিজে কি আনন্দ
ঝমা ঝম বৃষ্টি পড়ে যবে,
আকাশে জমেছে মেঘ বাড়ে হাওয়ার বেগ
সারাদিন বৃষ্টি বুঝি হবে।
বৃষ্টি আর নাহি কমে হেথা হোথা জল জমে
রাঙাপথ হয়েছে পিছল,
মেঘেরা গর্জন করে সারাদিন জল ঝরে
বৃষ্টিধারা ঝরে অবিরল।
জলে জলে জলাময় দিঘি মাঠ জলাশয়
পথঘাট ডুবে গেছে জলে,
লয়ে এক ছানি মাথে লাঙল বলদ সাথে
গাঁয়ের চাষীরা মাঠে চলে।
অজয়ের খেয়াঘাটে সূর্য বসে যবে পাটে
কাল মেঘে দেখা নাহি যায়
নাচে জোয়ারের জল ঢেউ উঠে অবিরল
ঘরবাড়ি জলে ভেসে যায়।
রচনাকাল : ৭/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।