শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে
শ্রাবণের বর্ষার কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শ্রাবণে নামে বাদল পথেঘাটে জমে জল
চারিদিক ঘন অন্ধকার,
রিম ঝিম রিম ঝিম বৃষ্টি ঝরে সারাদিন
কালিমাখা মেঘ চারিধার।
মেঘ ডাকে বৃষ্টি পড়ে অঝোরে বাদল ঝরে
বাঁধ ভাঙে গাঁয়ে ঢুকে জল,
ভেঙে পড়ে বাড়িঘর বারি ঝরে ঝর ঝর
সারাদিন ঝরিছে বাদল।
আজিকে শ্রাবণ মাসে আকাশে বিজুলি হাসে
কড় কড় রবে মেঘ ডাকে,
নীড়হারা পাখি সব করে কত কলরব
থর থর কাঁপে তরুশাখে।
কৃষকেরা করে চাষ গোটা শ্রাবণের মাস
মাঠঘাট জলে আছে ভরে,
জল জমে আঙিনায় জলে ভিজে রাঙীগাই
জল ঝরে সারাদিন ধরে।
অজয়ের প্লাবনেতে নদীজল উঠে মেতে
ভেসে আসে কূলভাঙা ঢেউ।
নদীঘাট জনহীন বৃষ্টি ঝরে সারাদিন,
যাত্রীদল আসে নিকো কেউ।
রচনাকাল : ২/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।