বিশ্ব বন্ধুত্ব দিবসের কবিতা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বিশ্ব বন্ধুত্ব দিবস সর্বজন জানে,
মোবাইলে ব্যস্ত সবে লীড রাখে কানে।
ঘন ঘন ফোনে সবে ম্যাসেজ পাঠায়,
কেহ রেস্টুরেন্টে গিয়ে সময় কাটায়।
বন্ধুত্ব করা সহজ রাখাই কঠিন,
প্রেম প্রীতি বন্ধুত্ব না থাকে চিরদিন।
সে হয় পরম বন্ধু যে থাকে হৃদয়ে,
বন্ধুকে যে ভালবাসে সব কিছু সয়ে।
ক্ষণিকের ভালোবাসা বন্ধুত্ব পাতায়,
আন্তরিক প্রেম প্রীতি শুথু থেকে যায়।
বাড়িয়ে দিলাম বন্ধু আপনার হাত,
বন্ধুবরে কোনদিন দেবো না আঘাত।
বন্ধুত্ব দিবস আজি শুন সর্বজন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ১/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।