শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে
শ্রাবণের বর্ষার কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শ্রাবণে বাদল নামে আমাদের এই গ্রামে
মেঘের গর্জন অবিরল,
বিজুলি চমকে মেঘে, ঝড়ো বায়ু বয় বেগে
ব্যাঙগুলি করে কোলাহল।
ভরে গেছে খেতমাঠ জনশূন্য নদীঘাট
চারিদিক জলে জলময়,
অবিশ্রাম বারি ঝরে মেঘেরা করে
ভরে গেছে দিঘি জলাশয়।
নদীঘাটে কেহ নাই কোথা গেল মাঝি ভাই
দুকূল ছাপিয়া বহে জল,
অজয়ের প্লাবনেতে জল নামে রাঙাপথে
পাখিদের শুনি কোলাহল।
জল জমে আঙিনায় পথ চলা হলো দায়
বহে কাদাজল রাঙাপথে,
মেঘ ডাকে জল পড়ে তরুশাখে পাতা নড়ে
বিজুলি চমকে মেঘ হতে।
জল ঝরে অবিরাম নাহি বৃষ্টির বিরাম
সারাদিন ঝরিছে বাদল,
টুপুর টাপুর করে অবিরাম বারি ঝরে
রাস্তায় বহিছে কাদাজল।
রচনাকাল : ৩১/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।