শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে
শ্রাবণের বৃষ্টির কবিতা ( প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শ্রাবণে বাদল ঝরে মেঘেরা গর্জন করে
অশনি ঝলিছে কালো মেঘে,
অবিরাম ঝরে জল ব্যাং করে কোলাহল
শন্ শন্ বায়ু বয় বেগে।
ভরে গেছে নদীমাঠ ডুবেছে দিঘির ঘাট
চারিদিক জলে জলময়,
বারিধারা নাহি কমে পথেঘাটে জল জমে
জলে ভরে গেছে জলাশয়।
নদীঘাটে কেহ নাই কোথা গেল মাঝি ভাই
দুকূল ছাপিয়া বহে জল,
ধরাশায়ী আজি বট ভেঙে পড়ে নদীতট
পাখিদের শুনি কোলাহল।
জল জমে আঙিনায় পথ চলা হলো দায়
বহে কাদাজল রাঙাপথে,
বাজ পড়ে কড় কড় গাছ ভাঙে মড় মড়
বাদল ঝরিছে মেঘ হতে।
জল ঝরে জল ঝরে মেঘেরা গর্জন করে
বারি ঝরে মুষল ধারায়,
শ্রাবণের কালো মেঘ তুফানের বাড়ে বেগ
চারিদিকে অন্ধকার ছায়।
রচনাকাল : ২৯/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।