:::::::::::::::: ছড়া :::::::::::::::
এক যে বেকার ইঞ্জিনিয়ার
এক যে ছিলেন ইঞ্জিনিয়ার,বেকার ছিলেন তিনি।
চাকরি চেয়েও না পেয়ে খান নাকানি-চোবানি!
হঠাৎ যে তার পড়লো চোখে এমন বিজ্ঞাপন-
'হাসপাতালে জরুরী চাই ডোম পদে ছয়জন'।
ভাবেন বসে ইঞ্জিনিয়ার,"কাজটা ডোমের কি বা?
মরা,পচা লাশ ঘাঁটা তাঁর জনগণের সেবা!
এমন কাজেই মাসিক যদি হাজার ষোল মেলে,
ডোম হয়ে যাই ক্ষতি তো নাই,বেকার কি আক্কেলে?"
যোগ্যতা মান হলেই হবে 'ক্লাশ এইটের পাশ',
ইঞ্জিনিয়ার পাবে কি পদ?জাগে অবিশ্বাস!
তবুও শেষে,মোহের বশে করেন আবেদন,
কাজ হবে কি কাজ হবে না,মনটা উচাটন।
অবশেষে পেলেন চিঠি,সরকারি দপ্তরে,
সাক্ষাৎকার দিতে হবে যোগ্যতা বিচারে।
গুগল ঘেঁটে ইঞ্জিনিয়ার শেখেন ডোমের কাজ,
বেকার হ'তে ডোমই ভাল,কিসের এত লাজ?
সাক্ষাৎকার দিতে গিয়ে আগেই নজর কাড়ে,
স্নাতক এবং মহাস্নাতক হাজারে হাজারে
দাঁড়িয়ে নানান দরজা মুখে,লম্বা বিরাট সারি!
হাজার প্রতি একখানা পদ,দারুণ ঝকমারি!
ডাক পেয়ে যান ভিতর পানে,পাঁচখানা টেবিলে,
পাঁচ সদাশয় বসে আছেন কাগজ-কলম মেলে।
পাঁচজনেতে প্রশ্ন করেন,একসাথে একটানা,
ইঞ্জিনিয়ার চুলকিয়ে ঘাড় ভয়েতে আধখানা!
বলুন দেখি,"আফ্রিকাতে সিংহ যে সব কালো
কেশর ঘাড়ে ঘুরে বেড়ায় শান্ত না তেজালো?
গিরগিটিরা কথায় কথায় বদল করে রঙ,
কেমন করে সম্ভবে তা?কি বা তাহার ঢঙ?
পিগমি থাকে পাতার ঘরে,ইগলুতে এস্কিমো,
ঠাণ্ডা লেগে কেন তাদের হয় না জ্বর ও ব্যামো?
চাঁদের মাটি গুঁড়িয়ে যদি বানাই পাকা ইঁট,
লক্ষ ইঁটে লাগবে মাটি ক'লাখ ঘনফিট?
দুর্যোধনের পাঁচটি ভাইয়ের নাম কি আছে জানা?
গরুর দুধে হলেও বাঘের দুধে কি হয় ছানা?
লম্বা কেন বকের গলা,হনুমানের লেজ?
রাতের বেলায় সূর্য কেন বিলায় না আর তেজ?
তিরিশ টাকা কেজি দরের ষাট কেজি চা কিনে,
কাঠের গুঁড়ো দশ কেজি তায় মিশালে গোপনে!
লাভ কত হয় শতকরা?বলুন হিসাব ক'ষে,
লেডিকেনি কেন ভাসে গরম চিনির রসে?"
ইঞ্জিনিয়ার বলে "আমায় ঘাঁটতে হবে মড়া,
আজগুবি সব প্রশ্ন ক'রে কেন এ মস্করা?
লাশ কাটা ঘর ঠাঁই হবে মোর পদ যদি পাই ডোম,
বইবো যে লাশ,ঘাঁটবো ও লাশ,জ্বালাবো হরদম!
চাকরি পেলে বাঁচবে বাবা,বাঁচবে ভাই ও বোন,
বাঁচবে মা,ও বাঁচবে সেও বউ হবে যেই জন!
ধন্য হবো চাকরি খানা আমার যদি হয়,
বামুন ঘরের ছেলে ছিলাম,ভুলব পরিচয়।"
ফল বেরোতেই ইঞ্জিনিয়ার সে কি রে মনমরা!
নাম তালিকায় আটশো পিছে,চক্ষু ছানাবড়া!
একশোতে মোট ত্রিশ পেয়েছে,মিলবে না আর কাজ,
ডোম হওয়ারও যোগ্যতা নেই,মনেতে পায় লাজ।
নিছক এ নয় গল্পকথা,দেখুন নয়ন মেলে,
ঘরে ঘরে কয়েক কোটি বেকার মেয়ে,ছেলে!
বাঁচতে হ'লে চাকরি তো চাই,'ডোম' হতে নাই ক্ষতি,
তাও মেলে না পোড়ার দেশে,তাই এত দুর্গতি!
সমর কুমার সরকার/ শিলিগুড়ি
রচনাকাল : ২৫/৭/২০২১
© কিশলয় এবং শ্রী সমর কুমার সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।