গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ
আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমাদের ছোট গ্রাম সুখশান্তি স্বর্গধাম
আঙিনায় সোনারোদ ঝরে,
পাঁচিলেতে দুটি কাক করে খুব হাঁকডাক
আমাদের আঙিনার পরে।
রাত কেটে ভোর হতে এ গাঁয়ের রাঙাপথে
সারি সারি চলে গরুগাড়ি,
ক্যাঁচ কোঁচ শব্দ করে সরানেতে ধূলো উড়ে
নদীঘাটে দেয় সবে পাড়ি।
পাশে আছে তালদিঘি জল করে ঝিকিমিকি
পাড়ে তার আছে তালগাছ,
শানবাঁধা ঘাট আছে বধূরা কাপড় কাচে
জাল ফেলে জেলে ধরে মাছ।
অজয়ের নদীঘাটে অলস মধ্যাহ্ন কাটে
ধবল বলাকা মাছ ধরে,
আসে শালিকের দল করে কত কোলাহল
অজয় নদীর বালুচরে।
বেলা পড়ে আসে যবে পাখিদের কলরবে
বাজে মাদল বাঁশির সুরে,
সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
সাঁঝের সানাই বাজে দূরে।
রচনাকাল : ২৪/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।