গাঁয়ে আছে ছায়া আছে শান্তি আর মাটির পরশ
আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে স্নেহছায়া মমতা মাখানো মায়া
এই গাঁয়ে সুখ শান্তি আছে,
প্রভাতে রবির কর ছড়ায় গাঁয়ের পর
পাখিসব ডাকে গাছে গাছে।
মাটিতে নিকানো ঘর খড়ো চাল তার পর
বারান্দায় রোদদুর হাসে,
কাননে ফুটেছে কলি আসে ধেয়ে যত অলি
আকাশেতে সাদামেঘ ভাসে।
জল লয়ে নদী হতে আঁকাবাঁকা গলিপথে
বাঁশ-বাগানের পথ দিয়ে,
রাঙাপথে যত বধূ জল নিয়ে যায় শুধু
মাটির কলসী কাঁখে নিয়ে।
গাঁয়ের পথের বাঁকে শালিকেরা নিত্য ঝাঁকে
সারাদিন কোলাহল করে,
ময়না চন্দনা পাখি শিস দেয় ডাকি ডাকি
নাচে গায় সারাদিন ধরে।
পশ্চিমেতে ঢলে রবি ছড়ায় কিরণ ছবি
সাঁঝের আঁধার নামে গাঁয়ে,
গাঁয়ের মন্দির মাঝে কাঁসর ও ঘন্টা বাজে
চাঁদ উঠে আকাশের গায়ে।
রচনাকাল : ২৩/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।