আমি এক বিলাসী বন্ধু -
সময়ের ফেরে ফেরে।
অনেক পুরানো আঁতাত মনের সাথে,
বিভীষিকাময় গোপনীয়তার তরে।
সাজানো গল্পগুলো একরোখো,
রঙিন আবার বেরঙিনের খেলা।
ছুঁড়ে ফেলি নির্লিপ্ত দূর্ভাবনা,
একাকিত্বের এই বেলা।
সীমাহীন অবাধ্যতা ভরে আসে পৃথিবী,
বুকভরা ভালোবাসার চিৎকার।
তুমি নতুন প্রেমের দূত,
নতুন ভোরে নতুন আবার।
ছাপোষা জীবনের হাতছানি -
আমি গল্পে খুঁজি আমার বাস্তব।
তুমি কবিতা হয়ে ঝড়ে পড়ো,
আমার প্রতিদ্বন্দ্বিতায় সরব।
অজানা সোমাশীলতায় ঘেরা -
নতুন তন্বী তুমি,
আবার আঁকড়ে ধরি বাঁচার ক্ষণে -
আমার ভালোবাসার ভূমি।
**************
রচনাকাল : ১৬/৭/২০২১
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।