খাঁটি বাস্তবতা
এখন আর প্রেম আসে না
সব হয়েছে ফিকে
অতীত স্মৃতির খাঁটি বাস্তবতায়
রঙিন চশমা পাওয়ারে সিধে।
চর্মে এখন অলস রক্তে
বার্ধক্য ঝুলিয়ে গাঢ় ভাঁজে
মেরুদন্ড বক্রে ধীরে
সামর্থ্য যায় ডুবে।।
এখন আর ঘুম আসেনা
দুশ্চিন্তায় প্রহর মাঝে
তারাগুনে আকাশ দেখে
কেটে যায় নিশি রাতে।।
এখন শুধু দন্তহীনে
পরে সবে ফিকে
দু'চোয়ালে শক্ত মজবুতে
নরম পাঁচক খোঁজে।।
এখন আর প্রেম আসে না মনে
প্রাক্তন হিসেবে চুকে
রঙিন তুলি ফ্যাকাশে কেমন
পুরনো ধুলোর ফাঁকে।।
এখন আর ভ্রমর আসে না
পুষ্পকলি ঝরে
রঙিন দিনে স্মৃতি মলিনে
খাঁটি বাস্তবতায় ফিরে।।
রচনাকাল : ১৪/৭/২০২১
© কিশলয় এবং রিনা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।